আলুর দাম নিয়ন্ত্রণ করতে এবার রাজ্য সরকারকে সাহায্য করবে ED, বড় সিদ্ধান্ত নবান্নের

Published on:

ed

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য জুড়ে আলু বিক্ষোভ যেন দিনের পর দিন চরমে উঠছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে প্রশাসনের প্রতি ক্ষোভ বাড়ছে আলু ব্যবসায়ীদের। গত বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে আলুর দাম নিয়ন্ত্রণে কড়া অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি আলুর সিন্ডিকেট ভাঙার জন্য কড়া বার্তা দিয়েছেন মমতা। জায়গায় জায়গায় নজরদারি বাড়ানোর কথা বলেছিলেন তিনি। আর তার পরেই কলকাতা শহরের বাজারগুলিতে অভিযান শুরু হয় টাস্ক ফোর্সের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অসাধু ব্যবসায়ীর আধিপত্য ভাঙতে ময়দানে প্রশাসন

মুখ্যসচিবের নির্দেশে গত শুক্রবার নবান্নের তৈরি টাস্ক ফোর্স শহরের বাজারে অভিযান শুরু করে। আর এই অভিযানে দেখা গেল কলকাতার বড়-বড় বাজার অর্থাৎ, স্থায়ী দোকানগুলিতে আলুর দাম এক থেকে দুই টাকা বেশি ৷ আর ফুটপাথে অস্থায়ী দোকানে তার থেকে কম দামে বিক্রি হচ্ছে আলু। সেক্ষেত্রে সতর্ক করা হচ্ছে ব্যবসায়ীদের। তবে এবার আলুর দাম নিয়ন্ত্রণ করা নিয়ে কিছু ব্যবসায়ীর আধিপত্য ভাঙতে এবং অসাধু চক্র ভাঙতে রাজ্য সরকারের তৈরি বাজার সংক্রান্ত টাস্ক ফোর্সের সঙ্গে এবার ইডিও (Enforcement Directorate) ময়দানে নামতে চলেছে। আর তাও আবার পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তেই।

আলুর দাম নিয়ন্ত্রণে রাজ্যের পাশে ED!

প্রথম থেকেই রাজ্য সরকারের সঙ্গে ED র সম্পর্ক আদতে সাপে নেউলের মত। রাজ্যে নানা ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED-র সঙ্গে সবসময় দ্বন্দ্ব বাধে নবান্নের। তার উদাহরণ নেহাত কম নয়। তবে এবার রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারকে সাহায্য করতে চলেছে ED। একটি সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, গোটা রাজ্যের মধ্যে হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী রয়েছে যাঁরা নাকি আলুর দাম নির্ধারণ করেন। এবং তাঁরা এমন এক বেআইনি ব্যবস্থা চালু রেখেছে যে সরকার চাইলেও আলুর দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আর এই অসাধু চক্র ভাঙতে তাই রাজ্য সরকারের তৈরি বাজার সংক্রান্ত টাস্ক ফোর্সের সঙ্গে ইডিকেও একত্রে কাজে লাগানো হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রসঙ্গত, রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আলু চক্রের প্রসঙ্গে জানিয়েছেন আসলে হিমঘরে মজুত রাখা আলুর মালিক চাষিরা হলেও আলুর বন্ড কিনে রাখেন কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যবসায়ী। তারা আবার ভিনরাজ্যের ব্যবসায়ীদেরও সঙ্গে যোগাযোগ রাখে। বাজারের চাহিদা বুঝে আলুর দাম কতটা বাড়ানো হবে, তা ঠিক করে। সেক্ষেত্রে কিছুতেই খাটে না রাজ্য সরকারের নির্দেশ ফলত সর্বত্রই আলুর দাম বাড়ে। তাই এবার সেই চক্র ধরতে মরিয়া হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group