প্রতিশ্রুতি পূরণ করেনি সরকার! নিয়োগের দাবি নিয়ে এবার শিক্ষা দফতর ঘেরাওয়ের ডাক

Published on:

WB Job Seekers

প্রীতি পোদ্দার, কলকাতা: হাইকোর্টের রায়কে বহাল রেখে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। যার দরুন রাতারাতি চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। তুমুল উত্তেজনা শুরু হয় রাজ্য জুড়ে। আর এই আবহেই এবার এবার শিক্ষা দফতর ঘেরাও এর ডাক দিল যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ (WB Job Seekers)। যোগ্য অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করার দাবি ওঠে। শেষে রাজ্যের শিক্ষার হাল সঠিক করতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে, ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ বা ‘দাগি’ নন যাঁরা, তাঁরা স্কুলে যেতে পারবেন এবং বেতন পাবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শিক্ষা দফতর ঘেরাও এর ডাক আন্দোলনকারীদের

এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কার্যকর করা হয়নি। আদালতের এই নির্দেশের পরই যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সল্টলেকে আচার্য সদনের সামনে তখন অবস্থান বিক্ষোভ শুরু করেন চাকরিহারা শিক্ষকরা। কিছুদিন আগে স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে যোগ্য শিক্ষকদের একটি তালিকা প্রকাশিত করা হয়েছিল। কিন্তু সেই তালিকাতে নিজেদের যোগ্য বলে দাবি করা শিক্ষকদের নাম না থাকায় আরও বিক্ষুব্ধ পরিস্থিতি তৈরি হয়। এদিকে নিয়োগের দাবি নিয়ে এবার শিক্ষা দফতর ঘেরাও এর ডাক দিল যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। প্রকাশ করা হল প্রেস বিজ্ঞপ্তি।

প্রকাশিত হল বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ আগামী ১৫ মে, বৃহস্পতিবার শিক্ষা দফতর ঘেরাওর ডাক দিয়েছে। আর এই বিক্ষোভ কর্মসূচির মূল বক্তব্য হতে চলেছে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাৎকার। গত মাস থেকে অবস্থান-বিক্ষোভ শুরু করার পর পরই অনেকবার তাঁরা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। যাবতীয় দাবিদাওয়া নিয়ে আলোচনা করার ইচ্ছে ছিল তাঁদের। কিন্তু দেখা করার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাৎ করে যায়নি। তাই এবার শিক্ষা দফতর ঘেরাও করার সিদ্ধান্ত নিলেন তাঁরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

একাধিক দাবি প্রকাশ অধিকার মঞ্চের

এছাড়াও সেই বিজ্ঞপ্তিতে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ তাঁদের ৬ টি দাবি তুলে ধরেছে। আর সেই দাবি গুলি হল- যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সসম্মানে বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়ার দায় সরকারকে নিতে হবে। রিভিউ, কিউরেটিভ সহ অন্যান্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া। কোর্ট অর্ডার অনুযায়ী নোটিফিকেশন প্রকাশ সংক্রান্ত সিদ্ধান্ত নিলে, তা শিক্ষকদের সঙ্গে আলোচনা করে নিতে হবে। রিভিউ বিষয়ে সরকারের সদর্থক চিন্তাভাবনা সম্পর্কে শিক্ষকদের অবগত করা।

আরও পড়ুনঃ নেপালের গা ঘেঁষে চলবে ট্রেন, সিকিম পাচ্ছে আরও একটি নতুন রেলপথ, শুরু জরিপ

তবে এছাড়াও ওই দাবিগুলির মধ্যে আরও অনেক পয়েন্ট তুলে ধরা হয়েছে সেগুলি হল একই চাকরির জন্য বারবার যোগ্যতার পরীক্ষা শিক্ষক শিক্ষিকারা দেবে না। এবং প্রয়োজনে রাজ্য সরকারকে তার স্বতন্ত্র ক্ষমতা প্রয়োগ করে, রিপ্যানেলের মাধ্যমে বৈধভাবে নিযুক্তদের চাকরি ফিরিয়ে দিতে হবে। যদিও আন্দোলনের এই হুংকার অনেকদিন আগেই দিয়েছিল যজ্ঞ শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। তাঁদের বক্তব্য ছিল, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা না বললে আগামী দিনে আরও বড় আন্দোলনের কথা ভাববে তাঁরা। এবার সেটাই শুরু হল।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group