স্বেয়া মিত্র, কলকাতাঃ ডিসেম্বর মাস পড়তে না পড়তেই রেশন কার্ডধারীদের (Ration Card) জন্য রইল দারুণ সুখবর। বিশেষ করে আপনিও যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে মন ভালো করে দেওয়া খবর। এই মাসে এবার আরও বেশি বেশি করে রেশন সামগ্রী পেয়ে যাবেন সকলে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এটা অনেকেই জানেন যে রেশন কার্ডের বিভিন্ন ভাগ রয়েছে। সেই ভাগ অনুযায়ী খাদ্য সামগ্রী নির্বাচন করে সরকার। যার কাছে যে রকমের রেশন কার্ড রয়েছে, সেই অনুযায়ী বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করে থাকে রাজ্য সরকার। এবার ডিসেম্বর মাসের জন্য বিনামূল্য খাদ্য সামগ্রীর একটা লিস্ট সরকার তৈরি করেছে। সেই লিস্ট অনুযায়ী দেওয়া হবে সামগ্রী।
রেশনের নতুন তালিকা জারি
এখন রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার, রেশন সরবরাহ করার ক্ষেত্রে জালিয়াতি রুখতে নিয়েছে একের পর এক পদক্ষেপ। যাইহোক, আপনি আপনার রেশন কার্ডের সাহায্যে কোন কোন সামগ্রী পেতে চলেছেন সেটা আগেভাগে জেনে রাখুন। রেশন কার্ডের বিভিন্ন রকমের ভাগ রয়েছে যেমন- অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড, স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড, খাদ্য সুরক্ষা যোজনা – RKSY-1 ও RKSY-2 Ration Card ও জঙ্গল মহল ও পাহাড়ের প্যাকেজ।
অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড
এই ক্যাটাগরির রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা চলতি মাসে পরিবার পিছু ২১ কেজি চাল, ১৩. ৩ কেজি আটা বা ১৪ কেজি গম (যা পাওয়া যায়), ১ কেজি চিনি পাবেন।
SPH এবং PHH রেশন কার্ড
এই দু’টি বিভাগের রেশন কার্ড, যা মাঝারি আয়ের পরিবারগুলিকে রেশন পরিবেশন করে৷ এই কার্ডধারীদের জন্য, ডিসেম্বরের জন্য বরাদ্দ করা হয়েছে জনপ্রতি ২. ৫ কেজি চাল, ১ কেজি ময়দা বা ২ কেজি গম।
RKSY – 1 এবং RKSY – 2 রেশন কার্ড
RKSY-1 কার্ডধারীদের জন্য জনপ্রতি ৫ কেজি চাল ও RKSY-2 কার্ডধারীদের জন্য জনপ্রতি ২ কেজি চাল বরাদ্দ করা হয়েছে সরকারের তরফে।
এরই সঙ্গে জঙ্গলমহল কার্ড যাদের আছে তাঁদের জীবিকা নির্বাহের জন্য অতিরিক্ত রেশন আইটেম পাবেন। পাহাড়ের বাসিন্দা এবং চা বাগানের শ্রমিকরা যারা প্রায়শই অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তাঁরা ডিসেম্বরে অতিরিক্ত রেশন থেকেও উপকৃত হবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |