প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। একবছর আগে কলকাতা হাইকোর্টের নেওয়া রায়কেই বহাল রেখে শীর্ষ আদালত প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের রায় দিয়েছে। ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাদ দেওয়া হয়। তাতেই বিক্ষোভের সমাবেশ তৈরি হয় রাজ্য জুড়ে। এদিকে এই আবহে এবার প্রাথমিকের ক্ষেত্রেও সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। কারণ এসএসসি-র মত এ ক্ষেত্রেও (WB Primary TET Recruitment Case) দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে।
বাতিল ৩২ হাজার চাকরি
সূত্রের খবর, ২০১৪ সালের টেটের ভিত্তিতে প্রাথমিকে দু’টি নিয়োগ প্রক্রিয়া হয়। তার মধ্যে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক দুর্নীতির অভিযোগে হাই কোর্টে মামলা করেন প্রিয়াঙ্কা নস্কর-সহ প্রায় ১৪০ জন চাকরিপ্রার্থী। ২০২৩ সালের ১২ মে ওই মামলার রায় ঘোষণা করেন হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশে ওই নিয়োগ প্রক্রিয়ার চাকরি বাতিল হয় ৩২ হাজার শিক্ষক। প্রাক্তন বিচারপতির রায় ছিল, চাকরি বাতিল হলেও ওই শিক্ষকরা স্কুলে যাবেন। তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে। সেখানে যোগ্য এবং উত্তীর্ণদের চাকরি বহাল থাকবে।
মামলার শুনানি হবে আজ
এরপর হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য সরকার। গত ৭ এপ্রিল ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি ছিল। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি সৌমেন সেন। তাই মামলার শুনানি নিয়ে বেশ ধন্দ তৈরি হয়েছিল। হাই কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে মামলা যায় নতুন ডিভিশন বেঞ্চে। শেষমেষ আজ অর্থাৎ সোমবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হতে চলেছে। সকাল সাড়ে ১০টা নাগাদ ওই মামলার শুনানি শুরু হবে।
আরও পড়ুনঃ ভারতের ভয়? পরিবারকে বিদেশে পাঠিয়ে দিলেন আসিম মুনির! আতঙ্ক পাকিস্তানে
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকের চাকরি বাতিল করার পর এই সংক্রান্ত আরও একটি মামলায় বিচারপতি অমৃতা সিং ৪২ হাজার নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। তবে এই মুহূর্তে সেই মামলাটি সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়েছে। এদিকে আজ আদালতে প্রাথমিকে চাকরি বাতিলের মামলার শুনানি চলাকালীন হাইকোর্টে SSC-র অযোগ্যদের মাইনে ফেরত নিয়েও ফের মামলা শুনবে বিচারপতি।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।