স্কুল পড়ুয়াদের আধার কার্ড নিয়ে নয়া নির্দেশিকা রাজ্য সরকারের

Published on:

aadhaar card

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমান সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আধারের তথ্য তুলে ধরা অত্যন্ত জরুরি। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ প্রদানের ক্ষেত্রেও দরকার পড়ে আধার কার্ডের। একই নিয়ম খাটে পড়ুয়াদের ক্ষেত্রেও (Aadhaar Update For Students)। সরকারি প্রকল্পের টাকা পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ক্ষেত্রে আধার কার্ড খুব জরুরি। তাই শিক্ষা দফতর এর তরফ থেকে পড়ুয়াদের আধার কার্ড তৈরি নিয়ে অনেক আগেই জরুরি ঘোষণা করেছিল। তবে এই আবহে এবার আধার কার্ড নিয়ে এক জরুরি বিজ্ঞপ্তি দিল শিক্ষা দফতর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আধার কার্ড আপডেট করা হবে ২ বার

সূত্রের খবর, কিছুদিন আগে শিক্ষা দফতরের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল যে স্কুলে ভর্তির হওয়ার সময় শিশুর আধার কার্ড থাকা বাধ্যতামূলক। আর এবার সেই আধার কার্ড নিয়ে আরও একটি ঘোষণা করা হল। মূলত আধার আপডেট নিয়েই নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই সংক্রান্ত চিঠি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলের জেলা পরিদর্শক এবং স্কুল আধিকারিকদের কাছে পৌঁছেও গিয়েছে। যেখানে বলা হয়েছে, মাত্র ১ বার নয়, স্কুল পড়ুয়াদের আধার যাচাইকরণ করা হবে ২ বার।

বিগত কয়েক বছর ধরে স্কুল পড়ুয়াদের জন্য রাজ্য সরকার কন্যাশ্রী, সবুজ সাথী-সহ একাধিক প্রকল্প জারি করে আসছে। সেই সকল প্রকল্প থেকে যাতে কোনো পড়ুয়া বঞ্চিত না হয় সেই কারণে রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দুবার স্কুল পড়ুয়াদের আধার আপডেট করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এক বার পাঁচ বছর বয়সে ও তার পর ১৫ বছর বয়সে। এই আপডেট প্রক্রিয়ার দায়িত্ব সংশ্লিষ্ট স্কুল এবং বিদ্যালয় জেলা আধিকারিকদের নিতে হবে। পাশাপাশি, বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বভারতীয় স্তরের যে পরীক্ষাগুলি হয় সেখানেও আবেদন করতে হলে আধার কার্ডের সঙ্গে ফোন নম্বরের লিঙ্ক থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ শিয়ালদা লোকালে বাড়ছে মহিলা কামরার সংখ্যা, বড় পদক্ষেপ পূর্ব রেলের

নির্দেশিকায় কিউআর কোড!

এই গোটা বিষয়টি ভালোভাবে বোঝানো জন্য শিক্ষা দফতর থেকে একটি নয়া উদ্যোগ নিয়েছে। স্কুল শিক্ষা দফতর সম্প্রতি যে নির্দেশিকা পেশ করেছে তাতে একটি কিউআর কোড রয়েছে। সেই কিউআর কোডটি স্ক্যান করলে আধার কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত একটি ভিডিয়োর দেখা মিলছে। সেখানেই সমস্ত বিষয় বিস্তারিত ভাবে দেখানো হয়েছে। একই মতামত প্রেরণ করেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। তিনি বলেন, ‘‘এখন সরকারি যে কোনও সুযোগ সুবিধা পেতে হলে আধার থাকা বাধ্যতামূলক। আর আমাদের রাজ্যে ছাত্র-ছাত্রীরা যে হেতু প্রায় সবাই কোনও না কোনও ভাবে উপভোক্তা তাই সে ক্ষেত্রে তাদের আধার কার্ড থাকতেই হবে।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group