Indiahood-nabobarsho

ফেব্রুয়ারি মাসে একগুচ্ছ ছুটি, বন্ধ থাকবে স্কুল, কলেজ অফিস! দেখুন রাজ্য সরকারের হলিডে লিস্ট

Published on:

february holiday list bengal

শ্বেতা মিত্র, কলকাতাঃ ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তারপর রয়েছে উচ্চ মাধ্যমিক। এই দুই শ্রেণীর পড়ুয়ারা এখন পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত। কিন্তু অন্যান্য ক্লাসের পড়ুয়াদের জন্য এই মাসে রয়েছে ছুটির পর ছুটি। ফেব্রুয়ারি মাসে স্কুলে ক’দিন পঠনপাঠন বন্ধ থাকবে সেটাই জেনে নেওয়া যাক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

একগুচ্ছ ছুটি ঘোষণা

ফেব্রুয়ারি মাসের শুরুতেই রয়েছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর জন্য স্কুল দুই দিন ছুটি থাকবে। ফেব্রুয়ারির ২ তারিখ ও ৩ তারিখে স্কুল ছুটি থাকবে। তবে ২ তারিখ পড়েছে রবিবার। ৩ তারিখ সোমবার। একটা ছুটি মার গেল। হিসেব অনুযায়ী এই মাসে দুটো ছুটি মার যাবে। ১৪ ফেব্রুয়ারি পড়েছে শুক্রবার। ওই দিনও স্কুল বন্ধ থাকবে। ১৪ তারিখে রয়েছে পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী ও সবেবরাত। একই দিনে দুটো উপলক্ষ্য থাকায় আরও একটি ছুটি মার যাচ্ছে।

আরও পড়ুনঃ ফেব্রুয়ারিতে বাড়ছে চাল, গমের পরিমাণ? দেখুন এ মাসে রেশন কার্ডে কি কি সামগ্রী মিলবে

এরপর রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারি। হিসেব মতো এই দিনও স্কুলে পঠনপাঠন বন্ধ থাকার কথা। তবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সেদিন স্কুলে যেতে হবে মাতৃভাষা দিবস পালন করার জন্য।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ফেব্রুয়ারিতে পরপর ছুটি

এ গেল পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলের কথা। এবার আসা যাক পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্তরের স্কুলের প্রসঙ্গে। এখানেও ছুটির তালিকা মোটামুটি একই। সরস্বতী পুজোর জন্য ২ ফেব্রুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি ছুটি, ১৪ ফেব্রুয়ারি স্কুল ছুটি থাকবে পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী এবং সবেবরাতের জন্য ও ২৬ ফেব্রুয়ারি ছুটি থাকবে মহাশিবরাত্রি উপলক্ষ্যে।

আরও পড়ুনঃ ‘বাংলায় সপ্তম বেতন কমিশন গঠন হলেও লাভবান হবেন না সরকারি কর্মীরা’, DA নিয়ে নয়া তথ্য

এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে, চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। যে যে স্কুল পরীক্ষা কেন্দ্র হিসেবে দায়িত্ব পায়, সেই সমস্ত স্কুলে পরীক্ষার দিনগুলো অন্যান্য ক্লাসের পঠনপাঠন বন্ধ রাখা হয়।

এবারের মাধ্যমিক পরীক্ষার রুটিন:

  • ১০ ফেব্রুয়ারি (সোমবার): প্রথম ভাষা।
  • ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা।
  • ১৫ ফেব্রুয়ারি (শনিবার): অঙ্ক।
  • ১৭ ফেব্রুয়ারি (সোমবার): ইতিহাস।
  • ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভূগোল।
  • ১৯ ফেব্রুয়ারি (বুধবার): জীবনবিজ্ঞান।
  • ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ভৌতবিজ্ঞান।
  • ২২ ফেব্রুয়ারি (শনিবার): ঐচ্ছিক বিষয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group