প্রীতি পোদ্দার, কলকাতা: যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের দাবিতে মঞ্চের পক্ষ থেকে এসএসসি (SSC) ভবনে ২১ এপ্রিল থেকে অবস্থান চলছিল। ভিতরে আটকে পড়েন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-সহ ১৬ জন। কিন্তু সুপ্রিম নির্দেশ না থাকায় যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করেনি এসএসসি। তবে ডিআই অফিসে পাঠানো হয়েছিল যোগ্যদের লিস্ট। কিন্তু তা নিয়েও একাধিক গণ্ডগোল দেখা দিয়েছে। আন্দোলন আরও তীব্রতর আকার নিয়েছিল। কিন্তু হঠাৎ করে সেই অবস্থান প্রত্যাহার করল চাকরিহারারা।
আন্দোলন প্রত্যাহার চাকরিহারাদের
৫ দিনের মাথায় এবার এসএসসি ভবন ঘেরাও প্রত্যাহার করল আন্দোলনরত চাকরিহারারা। তবে আগামী ২ দিন শহিদ মিনারের কাছে চলবে অবস্থান। এরই মাঝে যাবতীয় নথি পত্রের কাজ শেষ না হলে বিকাশ অভিযানের ডাক দিলেন চাকরিহারারা। সূত্রের খবর আজ অর্থাৎ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারা শিক্ষকরা জানিয়েছেন, আপাতত SSC ভবনের সামনে থেকে অবস্থান আন্দোলন তুলে নিতে চলেছেন চাকরিহারারা। তবে এই ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করা হলেও আন্দোলন থেকে তাঁরা এখনই সরছেন না বলেও জানিয়েছেন। জানা গিয়েছে আগামী ২ দিন শহিদ মিনারের কাছে তাদের অবস্থান আন্দোলন চলবে। এছাড়াও আগামী সোমবার থেকে তারা স্কুলে যোগ দেবেন। আপাতত গরমের ছুটির আগে পর্যন্ত তারা স্কুল করবেন বলে জানিয়েছেন।
কী বলছেন শিক্ষক চিন্ময় মণ্ডল?
এদিন আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, স্কুল শিক্ষা দফতর থেকে ইতিমধ্যেই জেলায়-জেলায় প্রতি ডি আই অফিসগুলিতে ‘অযোগ্য হিসেবে চিহ্নিত’ বা ‘দাগী’ নন এমন প্রায় ১৭ হাজার শিক্ষক-শিক্ষিকার নাম পাঠানো হয়েছে। কারণ তালিকায় অনেক ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকার নাম নেই বলেই দাবি করেছেন আন্দোলনকারীরা। এবং স্কুল শিক্ষা দফতরকে সেই নামগুলি পুনরায় তালিকায় তোলার জন্য তাঁরা দু’দিন সময় দিচ্ছেন। এই দু’দিনের মধ্যে সেই সমস্ত নাম তালিকায় তোলা হলে আগামী সোমবার থেকেই স্কুলে ফিরতে চান শিক্ষক-শিক্ষিকারা।
এই প্রসঙ্গে চাকরিহারা আন্দোলনদের অন্যতম নেতা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, “আমরা একে অপরকে প্রতিপক্ষ মনে করতে শুরু করছি। আমরা জানি লড়াইটা সুপ্রিম কোর্টেই লড়তে হবে। এসএসসি অফিসে বসে হাতাহাতি করে লাভ নেই। এতে আসল উদ্দেশ্য থেকে পিছিয়ে যাব। যোগ্য শিক্ষক হয়ে নিজেরা লড়াই করব আর মিডিয়া দেখাবে সেটা চাই না। আমাদের দাবি আদায়ে যা করার সেটা করব। তবে আপাতত ধর্না তুলে নিচ্ছি।” জানা গিয়েছে গতকাল রাতে এসএসসি দপ্তরের সামনে ‘যোগ্য’দের সঙ্গে ‘অযোগ্য’দের বিবাদ হয়। অনেকেই হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। পরে অনেক কষ্টে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুনঃ আদানির বন্দরে উদ্ধার ২১০০০ কোটি মাদকের সঙ্গে কাশ্মীর হামলার যোগঃ সুপ্রিম কোর্টে NIA
অন্যদিকে চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল জানান, “ তালিকা প্রকাশের কাজটি এসএসসি গুরুত্বের সঙ্গে করেনি। পর্ষদের উচিত ছিল ঠিক তালিকা প্রকাশ করার। কিন্তু এই তালিকা উল্টে বিবাদ সৃষ্টি করেছে চাকরিহারাদের মধ্যে। অনেক যোগ্য শিক্ষক-শিক্ষিকা, বিশেষ ভাবে সক্ষম শিক্ষক-শিক্ষিকা, বদলি হওয়া শিক্ষক-শিক্ষিকাদের নাম নেই এই তালিকায়। যদিও এসএসসি এই বিষয়ে পাল্টা মন্তব্য করেছে। তাঁরা জানিয়েছে, দীর্ঘদিন তাঁদের সার্ভার আপডেট না হওয়ায় অনেকের চাকরিতে যোগ দেওয়ার তথ্য তাই কমিশন পায়নি। শীঘ্রই ওই তালিকা সংশোধন করে নতুন তালিকা ডিআই অফিসে পাঠানো হবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |