সহেলি মিত্র, কলকাতাঃ বাংলায় কতজন এলপিজি (LPG) গ্যাস ব্যবহার করছেন? বিশেষ করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস যোজনার আওতায় কতজন গ্যাস ব্যবহার করছেন? সেই নিয়ে এবার তথ্য চাইল রাজ্য সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বর্তমান সময়ে দেশের এমন কোনও হেঁশেল হয়তো বাকি নেই যেখানে গ্যাসে রান্না হয় না। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের বাড়িতেও এখন কেন্দ্রের দেওয়া গ্যাস ব্যবহার হচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে কেন্দ্রের এক রিপোর্টকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কেন্দ্রের সমীক্ষায় নাকি উঠে এসেছে, দেশের প্রায় ৩০ শতাংশ পরিবার এখনও নাকি রান্নার জন্য শুকনো কাঠ বা খড়কুটো ব্যবহার করছেন। আবার কেউ কেউ উনুন ব্যবহার করছেন। সবথেকে বেশি নাকি বাংলার অবস্থা আরও খারাপ।
কেন্দ্রের সমীক্ষায় চাঞ্চল্য
কেন্দ্রের সমীক্ষায় উঠে এসেছে, ২০২৪ সালে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া ৭৫ লক্ষ গ্যাস সংযোগের একটিও পায়নি বাংলার মানুষ। বর্তমানে এ রাজ্যে এলপিজি সংযোগের সংখ্যা ২ কোটি ৭০ লক্ষ ৯০ হাজার। এর মধ্যে উজ্জ্বলা যোজনার অধীনে থাকা সংযোগের সংখ্যা ১ কোটি ২৩ লক্ষ ৭৫ হাজার। এহেন পরিস্থিতি আর্থ সামাজিক অবস্থা ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে তা বোঝা সত্যিই মুশকিল। এহেন পরিস্থিতিতে এবার রাজ্য সরকার বিশেষ তথ্য জানতে চাইল।
আরও পড়ুনঃ দুর্বল ২০টি কেবল, টানা ১৫ মাস বন্ধ থাকতে পারে বিদ্যাসাগর সেতু! বড় সিদ্ধান্তের পথে নবান্ন
এলপিজি গ্যাসের কানেকশন থাকা সত্ত্বেও কেন তা ব্যবহার করছে না, এমন কিছু পরিবারকে খুঁজে বের করতে হবে। আর্থ সামাজিক পরিস্থিতির মূল্যায়নের জন্য কতগুলি বাড়িতে এখন বছরে দুটি এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে, সেটা নিয়ে সমীক্ষা শুরু করল সরকার।
তথ্য চেয়ে পাঠাল নবান্ন
সূত্রের খবর, এলপিজি ব্যবহার থেকে শুরু করে পঞ্চায়েতে শ্রমদিবস সৃষ্টি, নিজস্ব আয় বৃদ্ধি, বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা, কতগুলি বাড়িতে পরিস্রুত পানীয় জল যাচ্ছে ইত্যাদি সব সংক্রান্ত বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠাল নবান্ন। জেলাশাসকদেড় চিঠি অবধি পাঠিয়ে দিয়েছে বিভিন্ন পঞ্চায়েত দফতর। তথ্য সংগ্রহের পর নির্দিষ্ট গুগল স্প্রেডশিটে তা তথ্য দ্রুত তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছ। জেলাশাসকদের দেওয়া চিঠিতে আরও বলা হয়েছে, এই মূল্যায়নের ভিত্তিতেই আগামী দিনে কোন খাতে বেশি অর্থ বরাদ্দ প্রয়োজন, তা নির্ধারণ করা হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |