প্রীতি পোদ্দার, কলকাতা: আজকাল অনেকেই অ্যাপের মাধ্যমে বাইক বা ক্যাব বুক করে থাকেন। সে ক্ষেত্রে অনলাইনে বাইক বুক করার সময় প্রায়ই দেখা যায় যাত্রীরা বিশাল আকারের লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকেন। চালক আপত্তি জানালেও অনেক সময় যাত্রীরা তা মানতে চান না।
ফলে অত্যাধিক ওজন নিয়ে চলাচল করতে হয়, আর তাতেই অত্যাধিক ওজন সামলাতে না পেরে দুর্ঘটনার কবলে পড়তে হয়। তবে এবার সেই সমস্যা নির্মূল করতে আরও কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সরকার।
একাধিক কড়া পদক্ষেপ পরিবহন দফতরের
নির্দেশিকা সূত্রে জানা গিয়েছে, সড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই এবার লাগেজের মাপ-ওজন নিয়ে আরও কড়াকড়ি হতে চলেছে প্রশাসন। বাইক ট্যাক্সিতে ওঠার সময় যাত্রী সর্বোচ্চ ১০ কেজি ওজনের ব্যাগ নিতে পারবেন বলে স্পষ্ট জানানো হয়েছে নির্দেশিকায়। শুধু তাই নয়, ব্যাগের দৈর্ঘ্য হতে হবে ৩৬ সেন্টিমিটারের মধ্যে।
এমনকি, সমস্ত বাইক ট্যাক্সিকে বাধ্যতামূলকভাবে হলুদ রঙের নম্বর প্লেট ব্যবহার করতে হবে বলে ঘোষণা করা হয়েছে। যে সব বাইক এই নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
ওজন নিয়ে কড়াকড়ি
ওজনেই শুধু নিয়ম কড়াকড়ি রয়েছে তাই নয়, ব্যাগের ধরনের ক্ষেত্রেও করা হয়েছে কড়াকড়ি। নতুন নিয়ম অনুযায়ী যদি কোনও যাত্রী ব্যাগটিকে বাইকের দু’পাশে ঝুলিয়ে নিতে চান, সেক্ষেত্রে প্রতিটি দিকের ঝুলন্ত অংশ ১৫ সেন্টিমিটারের বেশি হতে পারবে না। এ প্রসঙ্গে পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, অনেক সময় যাত্রীরা বাইকে বসে দু’দিকে বড় ব্যাগ ঝুলিয়ে নিয়ে যান।
এতে শুধু বাইকের ভারসাম্য নষ্ট হয় না, পাশ দিয়ে যাওয়া যানবাহনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও তৈরি হয়। জানা গিয়েছে যদি এই নিয়ম কেউ ভাঙে তাহলে পরিবহন দপ্তরের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: ‘দাগি’রা পরীক্ষায় বসতে পারবে না!’ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বড় সিদ্ধান্ত, মুখ পুড়ল SSC-র
পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হওয়ার আগেই পরিবহণ দফতর রাজ্যের সমস্ত জেলা দফতরে এই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে। উত্তর ২৪ পরগনার পরিবহণ আধিকারিক প্রদীপ মজুমদার জানান, “মানুষের সুরক্ষাই আমাদের প্রথম লক্ষ্য। নতুন নিয়মের মাধ্যমে আমরা দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমাতে পারব। শুধুমাত্র কলকাতা নয়, জেলাগুলিতেও এই নির্দেশ কার্যকর করা হবে।”
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |