হেলমেট পরলেও চালান কাটতে পারে ট্রাফিক পুলিশ! নয়া নিয়ম লাগু পরিবহন দফতরের

Published on:

west bengal transport department

প্রীতি পোদ্দার, কলকাতা: খবরের কাগজ খুললেই একের পর এক দুর্ঘটনার খবর উঠে আসে। যার ফলে রাজ্যের সড়ক নিরাপত্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিনের পর দিন হুড়মুড়িয়ে বাড়ছে দুর্ঘটনা। বেপরোয়া গতির গাড়িতে প্রাণহানির ঘটনা যেন এখন স্বাভাবিক ঘটনা। সড়কে যাত্রীদের নিয়ে বেশ চিন্তিত মানুষ। সেই কারণেই এ বার রাজ্যের পরিবহণ দফতরের তরফে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। মূলত বাইক চালক এবং যাত্রীদের জন্য এই নির্দেশিকা আনা হয়েছে।

হেলমেটের নির্দিষ্ট মান নিয়ে বড় নির্দেশিকা

WhatsApp Community Join Now

বাইক অথবা স্কুটি, দু চাকার সওয়ারি মানেই মাথায় হেলমেট একপ্রকার বাধ্যতামূলক। চালক এবং যাঁরা সওয়ার করছেন, দুজনেরই সুরক্ষার জন্য হেলমেট পড়তে হয়। চার বছরের উর্ধ্বে ছোটদেরকেও তা পরানো হয়। সাধারণ পথ নিরাপত্তার স্বার্থে এই নিয়ম থাকলেও শহরতলির বহু জায়গায় দেখা যায়, হেলমেট ছাড়া এখনও লোকে বাইক বা স্কুটিতে উঠছে। সেই বাইক বা স্কুটিতে আবার দিব্যি তিন-চারজন একসঙ্গে উঠে চড়ে যাচ্ছেন। আর দুর্ঘটনার সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে অধিকাংশ সময়, হেলমেটহীন বাইক আরোহীরা বেশিরভাগ ক্ষেত্রে প্রাণহানির শিকার হচ্ছেন। তাই এবার থেকে সড়ক দুর্ঘটনায় মাথা বাঁচাতে হেলমেটের নির্দিষ্ট মান নিয়ে বড় নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার।

নির্দেশিকায় কী বলা হয়েছে?

পরিবহণ দপ্তরের তরফে মোটর ভেহিক্যালসের নিয়মের কথা উল্লেখ করে সদ্যই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, দু চাকার সওয়ারিদের ওই নির্দিষ্ট হেলমেটই পরতে হবে। তা হল, ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের নীতি মেনে 4151:2015 মানের হেলমেট পড়তে হবে। এবং দু চাকার সওয়ারিরা যদি এই নির্দিষ্ট মানদণ্ডযুক্ত হেলমেট না পরে তাহলে রাজ্য সরকার কড়া ব্যবস্থা নেবে। আগামী ২৩ নভেম্বর থেকে ওয়েস্ট বেঙ্গল মোটর্স ভেহিক্যালস অ্যাসোসিয়েশনের তরফে এই সংক্রান্ত প্রচার চালানো হবে।

জানা গিয়েছে প্রচারের সময় কলেজ পড়ুয়াদের হাতে একটি করে উক্ত মানের হেলমেট তুলে দেওয়া হবে। হেলমেটের গুণগত মান নিয়ে কথা বলা ছাড়াও, অন্য বেশ কিছু নিয়ম নিয়ে আলোচনা করা হবে। গত বৃহস্পতিবার পথ দুর্ঘটনা নিয়ে এক জরুরি বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ আরও অনেকে। সেখানেই পথ নিরাপত্তায় জোর দিতে হেলমেট নির্ধারণের বিষয়টি ঠিক হয়েছিল। সরকারি নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে নির্দিষ্ট মানদণ্ডের হেলমেটই পরতে হবে বাইক আরোহীদের।

এই প্রসঙ্গে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, ”এই নির্দিষ্ট মানদণ্ডের হেলমেটগুলি পরলে দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা অনেকটাই কমবে। মাথা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে। তাই সবাই যাতে এই নির্দিষ্ট মানের হেলমেট ব্যবহার করছেন কি না, তা দেখতে পথ নিরাপত্তায় নজরদারি আরও বাড়ানো হবে।”

সঙ্গে থাকুন ➥
X