নয়া নিয়ম চালু পরিবহন দফতরের! যানবাহনের কর দিতে এখন লাগবে পারমিট

Published on:

Vehicle Permit For Tax

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে এবার যানবাহনের কর সংক্রান্ত একাধিক পদক্ষেপ নিল পরিবহন দফতর। শুধু তাই নয়, গাড়ি পারমিট নিয়ে এবার একগুচ্ছ নির্দেশিকাও জারি করল রাজ্য পরিবহন দফতর। জানা গিয়েছে পারমিটকে এবার প্রায় সব ক্ষেত্রে বাধ্যতামূলক করা হতে চলেছে। আর এই গোটা প্রসেসটাই হতে চলেছে সম্পূর্ণ অনলাইনে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পারমিটের কাজকর্ম হবে অনলাইনে

সরকারি সূত্রে জানা গিয়েছে, গত ৪ জুলাই, রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। যেখানে জানানো হয়েছে এখন থেকে গাড়ির পারমিট সংক্রান্ত যাবতীয় কাজকর্ম অনলাইনে মেটানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। আর সেক্ষেত্রে গাড়ির কর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যানবাহনের মালিকের পারমিট থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জানা গিয়েছে, এবার থেকে কেউ গাড়ি বিক্রি এবং কিনতে চাইলে তাকে হলফনামা দিয়ে দফতরকে আগে থেকে জানাতে হবে।

পারমিট সংক্রান্ত একাধিক নির্দেশ

এর আগে নির্দেশিকা দিয়ে তারা জানায়, বাহন পোর্টালের মাধ্যমে এই কাজ করতে হবে। তবে কারোর পারমিট যদি ডিজিটাইজ পারমিট না হয়, তাহলে কর দেওয়ার সময় পারমিটের প্রতিলিপি জমা দিতে হবে। এছাড়া বাকি সব যানবাহন-মালিকদের পারমিট স্ক্যান করে ডিজিটাল কপি আপলোড করতে বলা হয়েছে শীঘ্রই। অন্যদিকে পারমিট করার ক্ষেত্রে আবেদনের টাকা যেদিন জমা পড়বে, সেদিনটাই আবদনের তারিখ হিসেবে গণ্য করা হবে বলে মনে করা হচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: ২০২৬-র বিধানসভা নির্বাচনে লড়বেন রিঙ্কু মজুমদার, কোন আসন? জানালেন দিলীপপত্নী

অন্যদিকে পারমিট সংক্রান্ত নিয়মে এও জানানো হয়েছে যে এক্ষেত্রে আবেদন কোনও নির্দিষ্ট রুটে করতে চাইলে সেক্ষেত্রে দফতর থেকে অফার লেটার দেওয়া হবে। এরপর সেই লেটারের ভিত্তিতে আবেদন করতে হবে। যার মেয়াদ থাকবে ছয় মাস। সময় ফুরিয়ে গেলে তিনি আর আবেদন করতে পারবেন না।

সেই সময় তালিকা অনুযায়ী পরের ব্যক্তিরা এই সুযোগ পাবেন। পারমিটের জন্য আবেদন করার ১ বছরের মধ্যে রুট বা রুটের দৈর্ঘ্য বদল করা যাবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group