শুধু সরকারি নয়, এবার বেসরকারি স্কুলেও বিনামূল্যে বই! আবেদনের পদ্ধতি জানাল মধ্যশিক্ষা পর্ষদ

Published on:

wbbse free books

শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই বাংলা তথা দেশীয় শিক্ষা ব্যবস্থায় একের পর এক পরিবর্তন ঘটছে। পরীক্ষার প্যাটার্ন থেকে শুরু করে সিলেবাস অবধি নানা জিনিসের ব্যাপক পরিবর্তন ঘটছে। এবারেও তার ব্যতিক্রম ঘটবে না। সামনে রয়েছে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। কিন্তু তার আগেই এবার এক বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটল মধ্যশিক্ষা পর্ষদ। কেউ হয়তো ভাবতেও পারবে না মধ্যশিক্ষা পর্ষদ এমন এক সিদ্ধান্ত নিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার যার উপকৃত হবে বাংলার বহু পড়ুয়া, হ্যাঁ ঠিকই শুনেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের

এখন আপনার মনে হচ্ছে প্রশ্ন জাগছে যে মধ্যশিক্ষা পর্ষদের তরফে কী এমন বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তাহলে জানিয়ে রাখি, এবার বেসরকারি স্কুলগুলিকেও সরকারি বই দেওয়া হবে তাও কিনা একদম বিনামূল্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমনই ঘোষণা করে সকলকে চমকে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে যেহেতু প্রান্তিক জায়গাগুলির বেসরকারি স্কুলগুলিতে পড়ুয়াদের উপস্থিতির হার অনেকটাই কম। এর কারণ অনেকটাই আর্থিক স্বচ্ছলতা এমন অনেক পরিবারই রয়েছে যাদের সন্তান হয়তো মেধাবী কিন্তু পড়াশোনা চালানোর মতো পর্যাপ্ত টাকা তাদের কাছে নেই। এহেন অবস্থায় যাতে সকলেই শিক্ষার আলো দেখতে পায় সেজন্য এবার বেসরকারি স্কুলগুলিকেও বিনামূল্যে সরকারি পাঠ্য বই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে।

করতে হবে অনলাইনে আবেদন

এই বইগুলিকে পেতে অনলাইনে আবেদন করতে হবে। জানা গিয়েছে বর্তমানে মধ্যশিক্ষা পর্ষদের  অধীনস্থ এলাকায় ৪০ থেকে ৫০টি বেসরকারি স্কুল গুলি রয়েছে। যেখানে না আছে পর্যাপ্ত পড়ুয়া, না আছে বই। পড়ুয়া থাকলেও টাকার অভাবে নেই বই। এলাকাগুলির বেসরকারি স্কুলগুলিতে বিনামূল্যে সরকারি বই বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group