প্রীতি পোদ্দার, কলকাতা: পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী গতকাল অর্থাৎ ২ মে, শুক্রবার প্রকাশিত হল ২০২৫-এর মাধ্যমিক (Madhyamik 2025) ফলাফল। এ বার ৭০ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি শুরু হয়েছিল চলতি বছর মাধ্যমিক পরীক্ষা যা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এই বছর পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। পাশের হার দাঁড়িয়েছে ৮৬.৫৬ শতাংশ। যা গত বছরের তুলনায় বেশি। প্রথম দশে রয়েছে ৬৬ জন পরীক্ষার্থী।
আর এই আবহে গতকাল মাধ্যমিকের ফলাফল ঘোষণার পর মধ্যশিক্ষা পর্ষদ আরও এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে পরীক্ষার্থীরা কী ভাবে মাধ্যমিকের নম্বর যাচাই করবেন বা স্ক্রুটিনি করবেন এবং কী ভাবে খাতা পুনর্মূল্যায়ন বা রিভিউ-এর জন্য আবেদন করতে পারবে, সে সংক্রান্ত সমস্ত নিয়মাবলি বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে কী জানিয়েছে পর্ষদ?
এদিন মধ্যশিক্ষা পর্ষদের পেশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্যেরা রিভিউ এবং স্ক্রুটিনি উভয়ের জন্যই আবেদন করতে পারবে। তবে যাঁরা অকৃতকার্য বা চলতি বছর মাধ্যমিকে ফেল করেছে তাঁরা শুধুমাত্র রিভিউয়ের জন্য আবেদন করতে পারবে। আর এই গোটা প্রসেসটাই হবে অনলাইনে। সেক্ষেত্রে কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, তা নিয়ে বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে পর্ষদ। ইতিমধ্যেই সেই ওয়েবসাইট চালু হয়ে গিয়েছে। জানা গিয়েছে গতকাল বিকেল ৪টে থেকে এই ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা আগামী ১৮ মে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে।
অনলাইনেই হবে আবেদন প্রক্রিয়া
এছাড়াও এই বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে যদি অকৃতকার্য পরীক্ষার্থীরা খাতা পুনর্মূল্যায়ন বা রিভিউ করাতে চায় তাহলে প্রতি বিষয়ের জন্য ১০০ টাকা করে জমা দিতে হবে। তবে কৃতকার্যদের ক্ষেত্রে পরীক্ষার্থীদের স্ক্রুটিনির জন্য বিষয় প্রতি ৮০ টাকা জমা দিতে হবে। তবে এসব কিছুর জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ে মাধ্যমিকের মার্কশিট এবং নাম, রোল নম্বর জানিয়ে আবেদন জানাতে হবে পড়ুয়াদের। সেক্ষেত্রে স্কুলগুলি প্রতি পরীক্ষার্থী ভিত্তিতে ২টাকা করে নিতে পারে। যদি কোনো পড়ুয়া ব্যক্তিগতভাবে আবেদন করে তাহলে সেই আবেদন গ্রহণ করা হবে না।
আরও পড়ুনঃ মেধা তালিকা দূর, জলপাইগুড়িতে মাধ্যমিক পরীক্ষায় ফেল ৭ হাজারের বেশি পড়ুয়া! তুঙ্গে বিতর্ক
এদিন চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সমাজমধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন, ‘‘মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফল প্রকাশিত হল। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। সফল ছাত্রছাত্রীদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। আশা করব, তোমরা জীবনের সব ক্ষেত্রে সফল হবে, ভবিষ্যতে কৃতিত্বের স্বাক্ষর রাখবে।’’ মুখ্যমন্ত্রীও একই বার্তা দেন সকল পড়ুয়াদের উদ্দেশে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |