প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে এগিয়ে আনা হল ২৬ এর মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) সময়সূচি। জানা গিয়েছে সম্প্রতি ২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর ২টো পর্যন্ত। এমতাবস্থায় ছাত্র ছাত্রীদের পরীক্ষা প্রস্তুতি নিয়ে একাধিক নিয়ম কানুন আলোচনা করা হয়েছে। তবে এবার DI এবং SI-দের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ।
মাধ্যমিকে DI এবং SI-দের দায়িত্ব অপরিসীম
সাধারণত মাধ্যমিক পরীক্ষা আয়োজন প্রক্রিয়ায় বরাবর DI এবং SI-দের দায়িত্ব গুরুত্বপূর্ণ। মূলত তাঁদের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। তাই তাঁদের ক্ষেত্রে একাধিক জটিল নিয়ম বজায় থাকে। তাই সেক্ষেত্রে তাঁদেরই সন্তানরা যদি মাধ্যমিকে বসে তাহলে প্রশ্নপত্রের গোপনীয়তা ও পরীক্ষার স্বচ্ছতা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যায়। অনেকেই সেই তথ্য লুকিয়েও যায়। জানা গিয়েছে গতবছর মালদহের ডিআই-এর ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। কিন্তু তিনি তথ্যটি গোপন রেখেছিলেন। চারটি বিষয়ের পরীক্ষা হয়ে যাওয়ার পর আসল তথ্য প্রকাশ্যে আসতেই সঙ্গে সঙ্গে ওই ডিআই-কে পরীক্ষা ব্যবস্থা থেকে সরিয়ে দেয় পর্ষদ। তাই সেই ভুল যাতে পুনরায় না ঘটে, তার জন্য চরম পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ।
বিশেষ বিজ্ঞপ্তি পর্ষদের
গত শনিবার মধ্যশিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, “জেলা পরিদর্শক (ডিআই) বা বিদ্যালয় পরিদর্শকদের (এসআই) সন্তানরা ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় বসলে সংশ্লিষ্ট ডিআই এবং এসআইরা পরীক্ষা ব্যবস্থায় যুক্ত থাকতে পারবেন না।” এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “ডিআই, এসআই-দের সন্তানরা যদি মাধ্যমিক পরীক্ষা দেয় তাহলে তাঁরা পরীক্ষা ব্যবস্থায় জড়িত থাকতে পারেন না। এ ক্ষেত্রে সাধারণত তাঁরা পর্ষদকে জানিয়ে পরীক্ষা ব্যবস্থা থেকে সরে দাঁড়ান। কিন্তু বিগত কয়েক বছরে বেশ কিছু অনভিপ্রেত ঘটনা ঘটায় পর্ষদ এই ধরনের বিজ্ঞপ্তি জারি করতে এবার বাধ্য হয়েছে। তাই যদি কোনও এসআই ও ডিআই-এর সন্তান মাধ্যমিক পরীক্ষার্থী হয় তাহলে তাঁদের পরীক্ষা ব্যবস্থা থেকে সরে দাঁড়ানোর কথা বলা হয়েছে। এর ফলে পর্ষদের ভাবমূর্তিও রক্ষা হবে।”
আরও পড়ুন: হংকংয়ে ভয়ংকর বিমান দুর্ঘটনা! রানওয়েতে চাকা পিছলে সমুদ্রে পড়ল প্লেন, মৃত ২
অন্যদিকে মাধ্যমিক টেস্ট পেপার বিতরণ প্রক্রিয়া নিয়েও উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করল পর্ষদ। ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবং সমগ্র প্রক্রিয়াটিকে আরও দ্রুত ও সহজ করার লক্ষ্যে, পর্ষদ সরাসরি স্কুলগুলিতে টেস্ট পেপার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য রাজ্য জুড়ে মোট ৪৯টি ক্যাম্প স্থাপন করা হবে বলে জানানো হয়েছে, যেখান থেকে স্কুল কর্তৃপক্ষ সরাসরি টেস্ট পেপার সংগ্রহ করতে পারবেন। এই উদ্যোগের ফলে আশা করা যাচ্ছে টেস্ট পেপার পেতে আগের মতো আর দেরি হবে না ছাত্রছাত্রীদের। প্রস্তুতির জন্য আরও অনেক বেশি সময় পাবে।