Indiahood-nabobarsho

৭০০ তে ৬৯৬! ‘প্রথম হব ভাবিনি’, মাধ্যমিকে সেরা হয়ে জানাল আদৃত, বড় হয়ে কী হতে চায়?

Published on:

adrita sarkar madhyamik

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী আজ সকাল ৯ টায় অনলাইনে প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Result 2025)। গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। যা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তার মধ্যে ছাত্রদের সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রীদের সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছিল। গতবছর অর্থাৎ ২০২৪ সালেও একই দিনে ফলপ্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। একনজরে দেখে নেওয়া যাক মেধাতালিকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

৬৯৬ নম্বর নিয়ে প্রথম হল আদৃত

মাধ্যমিকে পাশের হারে সবার শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। সেখানে সাফল্যের হার ৯৬.৪৬%। তার পর রয়েছে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে চলতি বছর, মাধ্যমিকে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের আদৃত সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬, এবং শতাংশের নিরিখে ৯৯.৪৬ শতাংশ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই সকুলের ছাত্র আদৃত। অন্যদিকে এবছর দ্বিতীয় হয়েছেন দুজন। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষ্ণুপুর হাই সকুলের ছাত্র সৌম্য পাল। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯৪ এবং ৯৯.১৪ শতাংশ।

ওদিকে মাধ্যমিকে প্রথম হওয়া আদৃতের বাড়িতে যেন অকাল উৎসব। বাবা কেন্দ্রীয় সরকারি কর্মী অমিত কুমার সরকার জানিয়েছেন যে, ছোটো থেকেই বই পড়তে ভালোবাসে আদৃত। মা সোমা সরকারেরও একই মত। পড়ার বই ছাড়া ছড়া ও গল্পের বই পড়তে ভালোবাসে আদৃত। মাধ্যমিকে প্রথম হওয়া আদৃতের বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা। আদৃত জানিয়েছে যে, মেধা তালিকায় থাকব জানতাম। কিন্তু প্রথম হব ভাবিনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অষ্টমে উঠেছে ১৬ জনের নাম

এছাড়াও মাধ্যমিক ২০২৫ এর মেধাতালিকার তৃতীয় স্থান অর্জন করেছে বাঁকুড়ার কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। যার প্রাপ্ত নম্বর ৬৯৪। এবং চতুর্থ স্থান অর্জন করেছে পূর্ব বর্ধমানের নিরোল উচ্চ বিদ্যালয়ের ছাত্র মহঃ সেলিম এবং কন্টাই মডেল ইনস্টিটিউট এর ছাত্র সুপ্রতীক মান্না। তাঁদের দুজনের প্রাপ্ত নম্বর ৬৯২। পঞ্চম স্থান অধিকার করেছে ৪ জন। তাঁদের মোট প্রাপ্ত নম্বর ৬৯১। ষষ্ঠ এবং সপ্তম স্থানে অধিকার করেছে পাঁচ জন, যাদের মোট প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬৯০ এবং ৬৮৯। এছাড়াও অষ্টম স্থানে রয়েছে ১৬ জন এবং নবম স্থানে রয়েছে ১৪ জন। যাদের নম্বর যথাক্রমে ৬৮৮ এবং ৬৮৭। অন্যদিকে দশম স্থান অর্জন করেছে ১৬ জন। তাঁদের মোট প্রাপ্ত নম্বর ৬৮৬ জন।

আরও পড়ুনঃ গতকালের থেকেও বেশি দরপতন, হু হু করে কমছে সোনা ও রুপোর দাম, দেখুন আজকের রেট

প্রসঙ্গত চলতি বছর সব মিলিয়ে প্রথম দশে রয়েছে ৬৬ জন। এই বছর মাধ্যমিক পরীক্ষার ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে বিলি করা হবে মার্কশিট ও শংসাপত্র। নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে তা সংগ্রহ করতে হবে স্কুলগুলিকে। আগামীকাল মার্কশিট ও শংসাপত্র হাতে পাবে পরীক্ষার্থীরা।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group