Indiahood-nabobarsho

এগিয়ে এল মাধ্যমিক! পরের বছর কবে থেকে পরীক্ষা? দিনক্ষণ ঘোষণা পর্ষদের

Published on:

Madhyamik 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ২ মে, শুক্রবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল। আর তার রেশ মিটতে না মিটতেই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশিত করল পর্ষদ। সাধারণত ফেব্রুয়ারি বা মার্চে মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকে। আর এই পরীক্ষা শেষ হওয়ার পরেই সপ্তাহখানেকের মধ্যে শুরু হয় উচ্চমাধ্যমিক। টেস্ট হয়ে থাকে নভেম্বরের শেষ বা ডিসেম্বরে। কিন্তু এবার সেই রুটিনে অনেকটাই বদল আনল মধ্যশিক্ষা পর্ষদ। অনেকটাই এগিয়ে আনল পরীক্ষা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পর্ষদের বিজ্ঞপ্তি

সূত্রের খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার, মধ্যশিক্ষা পর্ষদ ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik 2026) রুটিন প্রকাশ্যে নিয়ে এসেছে। আর সেই রুটিনের বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসের গোড়াতেই শুরু হয়ে যাবে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। আসলে ২০২৬ সালে বিধানসভা নির্বাচন শুরু হতে চলেছে। আশা করা যাচ্ছে এপ্রিল বা মে মাসে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে, সেক্ষেত্রে তার আগেই পরীক্ষা শেষ হওয়ার তোড়জোড় পরে গিয়েছিল। আর তাই ওয়াকিবহাল মহল মনে করছিল পরীক্ষার দিনক্ষণ হয়ত প্রতিবারের তুলনায় অনেকটাই এগিয়ে আসবে। এবার সেই সম্ভাবনাই বাস্তবের রূপ নিল।

কবে এবং কখন থেকে শুরু হবে পরীক্ষা?

পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। যা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়াও মাধ্যমিকের সময়সীমা নিয়েও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে এবং সেই পরীক্ষা টানা চলবে দুপুর ২ টো পর্যন্ত। তবে প্রথম ১৫ মিনিটে কিছু লেখা যাবে না। কারণ ওই সময়ে প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হবে। অর্থাৎ সকাল ১১ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত লেখার সময় পাবে পড়ুয়ারা। একনজরে দেখে নেওয়া যাক পরবর্তী অর্থাৎ ২০২৬ এর মাধ্যমিক পরীক্ষার রুটিন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন

  • প্রথম ভাষা: ২ ফেব্রুয়ারি (সোমবার)।
  • দ্বিতীয় ভাষা: ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার)।
  • ইতিহাস: ৬ ফেব্রুয়ারি (শুক্রবার)।
  • ভূগোল: ৭ ফেব্রুয়ারি (শনিবার)।
  • অঙ্ক: ৯ ফেব্রুয়ারি (সোমবার)।
  • ভৌতবিজ্ঞান: ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার)।
  • জীবনবিজ্ঞান: ১১ ফেব্রুয়ারি (বুধবার)।
  • ঐচ্ছিক বিষয়: ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

আরও পড়ুনঃ এক ছাদের তলায় আধার থেকে PAN, ভোটার আইডি আপডেট! আসছে নয়া পোর্টাল

তবে এখনও পর্যন্ত ফিজিক্যাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশনের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়নি। সেগুলো পড়ে জানিয়ে দেওয়া হবে। এদিকে পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আসায় বেশ চিন্তার মুখে পড়েছে পরীক্ষার্থীরা। কারণ সময়ের অনেক আগে টেস্ট শুরু হয়ে গেলে সিলেবাস শেষ হওয়া নিয়ে বেশ চাপের মুখে পড়তে হবে সকলকে। তবে সেই নিয়ে এখনও কোনো উচ্চবাচ্য করেনি পর্ষদ। অন্যদিকে আজ উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হতে চলেছে। বেলা সাড়ে বারোটায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group