Indiahood-nabobarsho

উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণের দিনক্ষণ প্রকাশ শিক্ষা সংসদের

Published on:

wbchse

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam) শুরু হতে চলেছে মার্চ থেকে। হাতে বাকি আছে মাত্র আর দেড় মাস। শেষ মুহূর্তে তাই জোরকদমে চলছে প্রস্তুতি। এদিকে চলতি বছর অর্থাৎ ২০২৫-এর মার্চে শেষ বারের মতো পুরাতন এবং বার্ষিক ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। কারণ, এর পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড!

কিছুদিন আগে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণের দিন ঘোষণা করা হয়েছিল। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন জেলায় যে ক্যাম্প অফিস করা হয়েছে, সেখান থেকে এই অ্যাডমিট কার্ড দেওয়া হবে স্কুলগুলিকে।

আরও পড়ুনঃ সরকারি চাকরি ছাড়াই মিলবে ১০,০০০ টাকার পেনশন! বড় ঘোষণা আসতে চলেছে বাজেটে

সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যদি কোন‌ও ভুল থাকে তা হলেও সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে সেই সংক্রান্ত তথ্য আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে গিয়ে সংশোধন করাতে হবে। তবে এই আবেদন করতে হবে অফলাইনে, লিখিত দরখাস্তের মাধ্যমে। আর এই আবহে উচ্চ মাধ্যমিক ২০২৫ এর অ্যাডমিট কার্ড বিতরণের দিনক্ষণ প্রকাশ করা হল শিক্ষা সংসদের তরফ থেকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উচ্চ মাধ্যমিক ২০২৫ এর অ্যাডমিট কার্ড বিতরণ

প্রতি বছর জেলা অনুযায়ী স্কুল ভাগ করে অ্যাডমিট কার্ড বিলি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবারও সেই নিয়ম মেনে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। জানা গিয়েছে চলতি বছর স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিক ২০২৫ এর অ্যাডমিট কার্ড দেওয়া হবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। সকাল সাড়ে ১০টা থেকে দেওয়া হবে অ্যাডমিট কার্ড। সেগুলি স্কুলগুলিকে জেলাভিত্তিক আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করতে হবে। যদিও এই ব্যাপারে প্রত্যেক স্কুল তাঁদের পড়ুয়াদের দিন বিশেষে নির্দেশ দেবে। এবং সেই নির্দেশ অনুযায়ী স্কুল থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশের জের, এবার প্রাথমিক শিক্ষকদের জন্য বিরাট সুখবর

২০২৫ এর উচ্চ মাধ্যমিক শুরু হতে চলেছে ৩ মার্চ থেকে, যা শেষ হবে ১৮ মার্চ। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘন্টার পরীক্ষা হবে। তবে বিশেষ কয়েকটি বিষয়ের ক্ষেত্রে দুই ঘণ্টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। সেই বিশেষ বিষয় হল হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিস্যুয়াল আর্টস, মিউজিক এবং বৃত্তিমূলক বিষয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group