প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার পালা উচ্চ মাধ্যমিকের। স্বাভাবিকভাবেই পরীক্ষার ফলাফলও নিয়ে বুক দুরুদুরু অবস্থা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। ইতিমধ্যেই শিক্ষা সংসদের (WBCHSE) তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে আগামীকাল অর্থাৎ ৭ মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। তবে এবার ফলপ্রকাশের আগেই উচ্চ মাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউয়ের দিন ঘোষণা করল সংসদ।
স্ক্রুটিনি ও রিভিউয়ের দিন ঘোষণা!
মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক, স্বাভাবিকভাবে স্ক্রুটিনি ও রিভিউয়ের দিন ঘোষণা ফলাফল ঘোষণার পরেই আলোচনা করা হয়ে থাকে, তবে এবার এই সম্পর্কিত ঘোষণা আগে আগেই জানিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ জানা গিয়েছে তৎকাল স্ক্রুটিনি ও রিভিউর জন্য আগামী ৮ মে রাত ১২ টা থেকে ১১ মে রাত ১১:৫৯ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এবং তৎকাল ছাড়া আবেদন গ্রহণ করা হবে আগামী ২২ মে পর্যন্ত। আর এই আবেদন গ্রহণ সম্পূর্ণ অনলাইন মোডে করা হবে। এছাড়াও আরটিআই নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা সংসদ।
RTI নিয়ে বড় সিদ্ধান্ত সংসদের
দেখা যায়, প্রত্যেক বছর পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর পরীক্ষার্থীদের একাংশ স্ক্রুটিনি এবং রিভিউ করতে দেয়। কিন্তু সেই ফলাফল আসার পরেও বহু পরীক্ষার্থী তাতে সন্তুষ্ট না হয়ে তথ্যের অধিকার আইন বা RTI মারফৎ পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে থাকে। তখন দেখা যায় বহু পরীক্ষার্থীর নম্বর ৫ থেকে ১৫ নম্বর পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কিন্তু এবার ফল প্রকাশের পর যে সমস্ত পড়ুয়ারা পিপিএস ও পিপিআর-এর আবেদন জানাবেন, তারা ‘রাইট টু ইনফরমেশন’ বা RTI এর জন্য আবেদন করতে পারবেন না। এছাড়াও তৎকাল স্ক্রুটিনি ও রিভিউ দেওয়ার জন্য ধার্য করা টাকার পরিমানও বৃদ্ধি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
আরও পড়ুনঃ ভারতীয় রেলের আজব ট্রেন যেটি একই সময়ে ৩ স্টেশন দিয়ে যায়! কীভাবে? জেনে নিন
জানা গিয়েছে, স্ক্রুটিনির জন্য শিক্ষা সংসদ ধার্য করেছে ৬০০ টাকা এবং রিভিউর জন্য ৮০০ টাকা। এবং সাধারণ ভাবে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে স্ক্রুটিনির জন্য ১৫০ টাকা এবং রিভিউর জন্য ২০০ টাকা ধার্য করা হয়েছে। তবে স্ক্রুটিনির জন্য সব বিষয়েই আবেদন করতে পারবে পড়ুয়ারা। কিন্তু রিভিউ করার ক্ষেত্রে পরীক্ষার্থীরা শুধুমাত্র দু’টি বিষয়ের উপরই করবে। প্রসঙ্গত, চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৩ মার্চ থেকে এবং শেষ হয়েছিল ১৮ মার্চ। এ বার ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৫৭১ জন বেশি। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |