ফেল করলেও মিলবে সুযোগ! উচ্চ মাধ্যমিকে বিষয় পরিবর্তনের ব্যবস্থা

Published on:

WBCHSE

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগে প্রকাশিত হল ২০২৫ এর উচ্চমাধ্যমিকের ফলাফল। আর গত বছর থেকেই রাজ্যে একাদশ ও দ্বাদশে সেমেস্টার চালু হয়েছে। তার আগে, বার্ষিক পদ্ধতিতে শেষবার ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল ২০২৩ সালে। আর এই আবহে উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণদের জন্য এক বড় সিদ্ধান্ত নিল শিক্ষা সংসদ। এখন বার্ষিক পরীক্ষায় ফেল করলেও নতুন করে সেমেস্টার পদ্ধতিতে একাদশ শ্রেণিতে পড়াশোনার সুযোগ পাবেন তাঁরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিজ্ঞপ্তির মাধ্যমে নয়া সিদ্ধান্ত সংসদের

সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফে জানা গিয়েছে যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থীরা একাদশে ভর্তি হয়েও দ্বিতীয় সেমেস্টারে অনুত্তীর্ণ বা ফেল করেছিল, তাঁরা ফের নতুন করে যেকোনো ফ্রেস স্ট্রিম নিয়ে পুনরায় পড়তে পারে। অর্থাৎ বিজ্ঞান, কলা কিংবা বাণিজ্য বিভাগের বিভিন্ন বিষয় নতুন করে বেছে নেওয়ার সুযোগ পাবেন তাঁরা। এ ক্ষেত্রে পূর্বে কোন বিভাগে এতদিন পড়ছিলেন তার কোনও গুরুত্ব আর থাকবে না। জানা গিয়েছে সংসদের এই পদক্ষেপের পিছনে মূল কারণ হল শিক্ষার্থীদের যাতে একাডেমিক বছর নষ্ট না হয়।

পুরোনো পাঠ্যক্রমেই পড়াশোনা সম্পূর্ণ করার সুযোগ!

এছাড়াও শিক্ষা সংসদের তরফে জানা গিয়েছে যে, “পুরোনো সিলেবাস থাকাকালীন যে পড়ুয়ারা দু’টির বেশি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁদের ‘কন্টিনিউয়িং ক্যান্ডিডেট’ এবং যাঁরা একটি বা দু’টি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁদের ‘স্পেশাল ক্যান্ডিডেট’ হিসাবে চিহ্নিত করা হবে। সেক্ষেত্রে পুরোনো পাঠ্যক্রমেই ‘রেগুলার’ কিংবা ‘স্পেশাল ক্যান্ডিডেট’দের কাছেও পড়াশোনা সম্পূর্ণ করার সুযোগ থাকছে। আর সেক্ষেত্রেই একাংশের প্রশ্ন, যে সব ছাত্রছাত্রী দু’বছরের চেষ্টায় উচ্চ মাধ্যমিক কিংবা একাদশ শ্রেণিতে আর্টস বা কমার্স নিয়ে পাশ করতে পারেনি, তারা কীভাবে বিজ্ঞান নিয়ে নতুন করে ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিক পাশ করবে?

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী বলছেন শিক্ষা সংসদের সভাপতি?

যদিও এই প্রসঙ্গে শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে, “একাদশ ও উচ্চ মাধ্যমিক অনুত্তীর্ণ অনেক পড়ুয়াই আমার কাছে শাখা ও বিষয় পরিবর্তন করতে চেয়ে অনুরোধ করেছিল। তাদের কথা ভেবেই সংসদের এই সিদ্ধান্ত। আমরা পড়ুয়াদের পরিস্থিতি বিচার করে তাদের জন্য উপযুক্ত সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি। তাই কিছু নিয়মে শিথিলতা আনা হয়েছে।” এদিকে শিক্ষা সংসদের এই সুযোগ নিতে হলে স্কুলের মাধ্যমেই কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে ছাত্রছাত্রীদের আবেদন করতে হবে জানা গিয়েছে।

আরও পড়ুন: চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা নিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্নর

জানা গিয়েছে, এই বিভাগের শিক্ষার্থীরা মাইগ্রেশনের সাহায্যে পুরোনো বার্ষিক পরীক্ষা পদ্ধতির বদলে চাইলে সেমেস্টার পদ্ধতিতে নতুন সিলেবাসে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তৃতীয় এবং চতুর্থ সেমেস্টারে তাঁদের পরীক্ষা নেওয়া হবে। এর জন্য শিক্ষার্থীদের কাছে ২৫ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল। তবে সেই সময়সীমা এবার তাঁদের সুবিধার্থে ৩০ জুন পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group