উচ্চ মাধ্যমিকের সেমিস্টারে নয়া নিয়ম WBCHSE-র

Published on:

Supplementary Exam In 4th Semester

প্রীতি পোদ্দার, কলকাতা: এই বছরই শেষ বার্ষিক প্রক্রিয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। এর পর থেকে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে চলেছে পড়ুয়ারা। জানা গিয়েছে একাদশ ও দ্বাদশ মিলিয়ে মোট চারটি সেমেস্টারে পরীক্ষা চলবে। ইতিমধ্যেই এই সেমেস্টার পরীক্ষা পদ্ধতি নিয়ে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। আর এই আবহে এবার মূলত সাপ্লিমেন্টারি পরীক্ষা (Supplementary Exam In 4th Semester) নিয়ে বড় আপডেট দিল সংসদ।

সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে বড় পরিবর্তন!

উচ্চ মাধ্যমিক স্তরে সেমেস্টারভিত্তিক পাস-ফেল প্রথা চালুর হাত ধরেই এসেছে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা। তবে, এই পরীক্ষার ব্যবস্থা শুধুমাত্র বিজোড় তথা প্রথম ও তৃতীয় সেমেস্টারের জন্যই প্রযোজ্য ছিল। কিন্তু সম্প্রতি সংসদের তরফে জানানো হচ্ছে যে এই সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা শুরু হতে চলেছে চতুর্থ সেমেস্টারে।

আগে নিয়ম ছিল যদি কোনো ছাত্র প্রথম সেমিস্টারে কোনও বিষয়ে পাশ না করতে পারে, তবে সে একই শিক্ষাবর্ষেই দ্বিতীয় সেমিস্টারের সাথে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে।

চতুর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা!

এমনকি দ্বিতীয় সেমিস্টারে যদি কোনও বিষয়ে ছাত্রছাত্রী ব্যর্থ হয়, তবে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেবে। আর এই পরীক্ষা তখন দ্বিতীয় সেমিস্টারের পরবর্তী এক মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। আর এই আবহে চতুর্থ সেমিস্টারেও সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

যেহেতু তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের ফল মিলিয়ে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত ফলাফল মূল্যায়ন করা হয়। তাই সেক্ষেত্রে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের তৃতীয় বা চতুর্থ সেমিস্টারের পর সাপ্লিমেন্টারির সুযোগ দাওয়ার কথা ভাবা হচ্ছে।

আরও পড়ুন: ঘূর্ণাবর্তের চোখরাঙানি! ব্রেকের পর কামব্যাক বর্ষার, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ঝড়বৃষ্টির সতকর্তা

কী বলছেন শিক্ষা সংসদের সভাপতি?

কিন্তু চতুর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ফল প্রকাশের সময় ও কলেজে ভর্তির সময়সীমা। এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, সমস্ত সুবিধা বজায় রেখে চেষ্টা চালানো হচ্ছে যে একই বছরে সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্পূর্ণ করা। তবে এখনও চতুর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। চলতি বছরেই তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে। ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। মোট ১২ দিন পরীক্ষা চলবে।

অন্যদিকে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা চলাকালীন প্রথম ও তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও চলবে। সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোকেশন্যাল বিষয় ছাড়া সব বিষয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট পর্যন্ত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥