UPSC-র আদলে হবে WBCS পরীক্ষা, সিলেবাসে আসছে আমূল বদল

Published on:

wbcs vs upsc

শ্বেতা মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে একটা ভালো চাকরির সন্ধান পাওয়া যেন মুশকিল হয়ে পড়েছে। ভালো শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও বছরের পর বছর কেটে গেলেও একটা ভালো চাকরি জুটানো যেন দুষ্কর হয়ে পড়ছে দিন দিন। অনেকেই আছেন যারা নিজেদের CV নিয়ে বিভিন্ন অফিসের দুয়ারে দুয়ারে ঘুরে বেরান আবার অনেকেই আছেন যারা কিনা চাকরির পরীক্ষায় বসেন। ভারতে চাকরির জন্য বেশ কিছু পরীক্ষা দিতে হয় প্রার্থীদের যার মধ্যে অন্যতম হলো UPSC, WBCS। ভারতের যতগুলি চাকরির পরীক্ষা হয় তার মধ্যে অন্যতম এই দুটি পরীক্ষা হলো অত্যন্ত কঠিন। ভাগ্য যদি ভালো থাকে তাহলে একবার প্রচেষ্টাতেই পাস করা সম্ভব হয়, কিন্তু ভাগ্য যদি সঙ্গে না থাকে তাহলে বছরে পর বছর পরীক্ষা দিলেও একটা ভালো চাকরি পাওয়া যায় না। তবে আজ এই প্রতিবেদনে কথা হবে ডাবলুবিসিএস পরীক্ষা নিয়ে। আপনিও কি সম্প্রতি WBCS পরীক্ষায় বসার চিন্তাভাবনা করছেন? তাহলে চাকরিতে বসার আগে আজকের এই প্রতিবেদনটির ওপর চোখ বুলিয়ে নিতে কিন্তু ভুলবেন না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

WBCS পরীক্ষার সিলেবাসে বদল

অনেকেই হয়তো জানেন না যে ২০২৫ সালের WBCS পরীক্ষার সিলেবাসে আমূল বদল ঘটতে চলেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। সব থেকে বড় কথা, ভারতের সবথেকে কঠিন পরীক্ষা ইউপিএসসি পরীক্ষার ধাঁচে এবার WBCS পরীক্ষা নেওয়া হবে। ফলে গত বছরের থেকে এবারে ডাব্লুবিসিএস পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট করা কড়াকড়ি হতে চলেছে। অর্থাৎ প্রার্থীদের এবার আরো বেশি করে পড়াশোনা করতে হবে।

এ বিষয়ে বড় তথ্য দিয়েছে WBPSC। জানানো হয়েছে, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস যেন ইউপিএসসি মানের সমতুল্য হয়। যার ফলে ডব্লিউবিসিএস পরীক্ষার্থী ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে পারে। শুধু তাই নয়, এটি আগামী দিনে আমাদের শিক্ষার্থীদের আইএএস, আইপিএস এবং সহযোগী পরিষেবার মতো সর্বভারতীয় পরীক্ষায় বসার ক্ষেত্রে সাহায্য করবে।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিজ্ঞপ্তি জারি WBPSC- র

সিলেবাস বদল প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে WBPSC -র তরফে। সেই বিজ্ঞপ্তি অনুসারে, যারা ২০২৪ সালের WBCS এর জন্য প্রস্তুত হচ্ছেন তাঁদের ২০১৩ সালের সিলেবাস দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সেইসময়ের MCQ প্রশ্ন সহ জেনারেল স্টেডিজ ঝালিয়ে নিতে হবে। যদিও ২০২৫ সাল থেকে প্রিলিমসে দুটি করে জিএস থাকবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group