মিশন কর্মসংস্থান, বাজেটে ৫০,০০০ চাকরির ঘোষণার পথে রাজ্য সরকার! কোথায় হবে নিয়োগ?

Published on:

West Bengal Government might Announce 50000 jobs in State Budget 2025

পার্থ সারথি মান্না, কলকাতাঃ এমাসের ১লা তারিখেই প্রকাশ্যে এসেছে ইউনিয়ান বাজেট। শীঘ্রই রাজ্যের বাজেটও ঘোষণা করা হবে। তবে তার আগেই এল বড় খবর। রাজ্যে বেকার ছেলে মেয়েদের সংখ্যা যে বাড়ছে সেটা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা বা সমালোচনা চলছে। তবে এবার জানা যাচ্ছে। প্রায় ৫০,০০০ নিয়োগের ঘোষণা হতে পারে। কোন বিভাগে হবে নিয়োগ? জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

বাজেটে হতে পারে ৫০,০০০ চাকরির ঘোষণা

পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির জন্য নানা ভাবে চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই নতুন আইটি হাব তৈরী করা হয়েছে যেখানে বেশ কিছু কর্মসংস্থান হয়েছে। তবেএবার জানা যাচ্ছে আসন্ন রাজ্য বাজেটে হাজার হাজার কাজের ঘোষণা করা হতে পারে সরকারের তরফ থেকেই।

দেওয়া হবে চুক্তিভিত্তিক নিয়োগ

যেমনটা জানা যাচ্ছে, আর্থিক দিক খেয়াল রেখেই কর্মসংস্থান বৃদ্ধির চেষ্টা করা হবে। রাজ্য সরকারের বিভিন্ন প্রজেক্ট যেমন আইসিডিএস, অঙ্গনওয়াড়ি ক্ষেত্রে নিয়োগ দেওয়া হবে। কর্মী, সহকারী থেকে শুরু করে সুপারভাইজার পদে লোক নেওয়া হতে পারে। যেখানে রাজ্যের মহিলারা আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার সুযোগ পাবেন।

এখানেই শেষ নয়, স্বাস্থ্য বিভাগেও ব্যাপক নিয়োগ হতে পারে। ফার্মাসিস্ট, মেডিকেল অফিসার, নার্সিং সিস্টার, হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে পারে। তাছাড়া দীর্ঘদিন রাজ্যের নিরাপত্তা বাহিনীতেও নিয়োগ হয়নি। নতুন করে সিভিক ভলিন্টিয়ার, ভিলেজ পুলিশ থেকেই শুরু করে হোমগার্ড পদের জন্যও নিয়োগ করা হবে। ফলে রাজ্যের একটা বড় সংখ্যক যুবকদের চাকরি মিলবে।

শিক্ষাক্ষেত্রেও হবে নিয়োগ

রাজ্যের শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ নিয়োগ কার্যত বন্ধ। নতুন করে শিক্ষক নিয়োগ আটকে রয়েছে একাধিক মামলার জেরে অথচ সরকারি স্কুলে শিক্ষকের অভাব স্পষ্ট। এমতাবস্থায় চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষা নিয়োগ করা হতে পারে। ফলে শিক্ষিত যুবক যুবতীরা একদিকে যেমন কাজ পাবেন তেমনি তাদের সরকারি কাজের অভিজ্ঞতাও পাওয়া হবে।

আরও পড়ুনঃ প্রতি মিনিটে মিলবে আপডেট, শিয়ালদহ স্টেশনের লাইভ আপডেট দিতে নয়া অ্যাপ আনল রেল

এছাড়াও গ্রামোন্নয়ন, জল সরবরাহ, পর্যটন শিল্প থেকে শুরু করে আইনি দফতরগুলিতেও নিয়োগ হতে পারে। অর্থাৎ এবারের বাজেটে যে কর্মসংস্থানের উপর জোর দেওয়া হবে সেটা স্পষ্ট। তবে কত চাকরির ঘোষণা হয় আর কিভাবে সেই নিয়োগ হবে সেটাই এখন দেখার বিষয়।

সঙ্গে থাকুন ➥