মে মাসে চালু হচ্ছে এয়ারপোর্ট মেট্রো! বারাসত পর্যন্ত কবে? হল গুরুত্বপূর্ণ বৈঠক

Published:

Metro Rail
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: এয়ারপোর্টগামী মানুষদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। হ্যাঁ, এবার আর ভরসা করতে হবে না বাস, অটো বা ক্যাবের উপর। এবার সোজা মেট্রোতেই (Metro Rail) নোয়াপাড়া থেকে বিমানবন্দরে পৌঁছানো যাবে, তাও নাকি আগামী মাস থেকেই। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন। আজ জয় হিন্দ মেট্রো স্টেশন অর্থাৎ এয়ারপোর্ট মেট্রো স্টেশনে বসেছিল এক উচ্চপর্যায়ের বৈঠক। আর সেখানেই মেট্রো সম্প্রসারণের গতি নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে।

মে মাসেই চালু হবে মেট্রো পরিষেবা

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মেট্রো রেলওয়ের ডেপুটি চিপ ইঞ্জিনিয়ার সুনীল কুমার যাদব, অ্যাসিস্ট্যান্ট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার শীর্ষেন্দু গিরি এবং বিজেপির রাজ্যসভা সংসদ শমিক ভট্টাচার্য। সূত্রের খবর, বৈঠকের পর তারা মেট্রো স্টেশনগুলি ঘুরে দেখেন এবং পরিকাঠামগত বিষয়গুলিকে খতিয়ে দেখেন।

সংবাদমাধ্যমকে শমিক ভট্টাচার্য জানিয়েছেন, সব ঠিকঠাক চললে আগামী মে মাসের মধ্যেই এই রুটে মেট্রো চলাচল শুরু হতে পারে। অর্থাৎ, খুব শীঘ্রই সাধারণ মানুষ নোয়াপাড়া হয়ে বিমানবন্দরে যেতে পারবেন অতিরিক্ত ঝামেলা ছাড়াই।

বারাসত পর্যন্ত মেট্রো প্রকল্পের চাকা থমকে যাচ্ছে

বিমানবন্দর পর্যন্ত মেট্রো চলাচল শুরু হলেও বারাসতের দিকে ছবিটা কিছুটা উল্টো। পরিকল্পনামাফিক এয়ারপোর্ট থেকে নিউ ব্যারাকপুর হয়ে মেট্রোর চাকা গড়ানোর কথা ছিল বারাসত পর্যন্ত। তবে এই অংশটি প্রকল্পের দ্বিতীয় ধাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কারণ জমির সমস্যায় এখনও কাজের শুভ সূচনা হয়নি।

সূত্রের খবর, যশোর রোড, বিরাটি, মধ্যমগ্রাম এবং বারাসত এই চারটি গুরুত্বপূর্ণ স্টেশনের জন্য জমির এক ইঞ্চিও এখনো মেট্রো কর্পোরেশনের হাতে আসেনি। ২০২৬ সালের মধ্যে এই প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা থাকলেও বারবার জমির অধিগ্রহণের বাধা আসায় কার্যত থমকে গিয়েছে এই রুটের কাজ।

আরও পড়ুনঃ বিকেলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ৯ জেলায়! ৬ ডিগ্রি পারদ বাড়বে দক্ষিণবঙ্গে, আবহাওয়ার খবর

তবে শমিক ভট্টাচার্য আশ্বাস দিয়েছেন যে, আমরা আশাবাদী দ্রুত বারাসাত পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজে গতি আসবে। কেন্দ্র সরকার এবং মেট্রোরেল কর্তৃপক্ষ এই নিয়ে একসঙ্গে কাজ চালাচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join