পুরনো না নতুন, কোন পাঠ্যক্রমে উচ্চ মাধ্যমিক দেবে টেস্টে অনুত্তীর্ণেরা? যা বলল WBCHSE

Published on:

wbchse

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর অর্থাৎ ২০২৫ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam) শুরু হতে চলেছে ৩ মার্চ থেকে। যা শেষ হবে ১৮ মার্চে। আর স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া হবে আগামী ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে। কিছুদিন আগেই শিক্ষা সংসদের তরফে তা ঘোষণা করা হয়েছে। আর এই বছরেই হবে শেষ পুরাতন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরের বছর থেকেই শুরু হবে নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

পরের বছর থেকেই শুরু সেমিস্টার পদ্ধতি

WhatsApp Community Join Now

পরীক্ষার্থীদের পড়ার বিপুল চাপ কমাতে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে আরও সহজ করতে তুলতে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে শিক্ষা দপ্তর। তাই পরবর্তী শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এবার সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যার ফলে আমূল পরিবর্তন হবে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে। আসলে জাতীয় শিক্ষানীতি মেনেই এই পরিকল্পনা করা হয়েছে বলে সংসদ সূত্রে খবর।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে ইন্ডিয়ান অয়েলে অঢেল চাকরি, জারি হল বিজ্ঞপ্তি, দেখুন বিস্তারিত

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আগেই ঘোষণা করেছিলেন যে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী একাদশ ও দ্বাদশের পাঠ্যক্রমকে মোট চারটি সিমেস্টারে ভাগ করেছে শিক্ষা সংসদ। অর্থাৎ এ বার যারা একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তারা এই সিমেস্টার পদ্ধতিতেই একাদশ এবং দ্বাদশের পরীক্ষা দেবে। একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট চারটি সিমেস্টারে পরীক্ষা দেবে ছাত্র-ছাত্রীরা। একাদশে দু’টি সিমেস্টার নেবে স্কুল। দ্বাদশ শ্রেণির দু’টি সিমেস্টার নেবে সংসদ। শেষের দুটি সেমিস্টারের ভিত্তিতেই উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে। আর এর জন্য গঠন করা হয়েছে বিশেষ কমিটি।

অনুত্তীর্ণ পড়ুয়ারা কি পুরোনো পদ্ধতিতে পরীক্ষা দেবে?

কিন্তু এই নয়া পাঠ্যক্রমে একটি জিনিস বেশ ঘোরপাক খাচ্ছে সকলের মনে। আর সেটি হল চলতি বছর উচ্চ মাধ্যমিকের টেস্টে যে সমস্ত পড়ুয়া উত্তীর্ণ হতে পারেনি, তারা পরের বছর পুরনো পাঠ্যক্রমে উচ্চ মাধ্যমিক দেবে, না কি নতুন পাঠ্যক্রমে পরীক্ষায় বসবে। কারণ, এই বছরেই শেষ বারের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা পুরনো পাঠ্যক্রমে হবে। এমনকি এই প্রশ্নের উত্তরও বেশিভাগ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছে অজানা। তবে শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে এখনও এই পদ্ধতি নিয়ে কোনো রকম আলোচনা করা হয়নি।

কী বলছেন শিক্ষা সংসদের সভাপতি?

তবে এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে, ‘‘এখনও এই ব্যাপারে নির্দিষ্ট কোনও সিদ্ধান্তে নেওয়া হয়নি। তবে, যারা এ বার টেস্টে উত্তীর্ণ হতে পারল না, তাদের পুরনো পাঠ্যক্রমের পাশাপাশি নতুন পাঠ্যক্রমেও পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে হয়ত। সেটা হলে যার যে পদ্ধতিতে সুবিধা, সে সেই পদ্ধতিতেই পরীক্ষা দিতে পারবে। তবে খুব শীঘ্রই উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণেরা কী পদ্ধতিতে পরীক্ষা দেবে তা জানানো হবে।’’

আরও পড়ুনঃ বারবার অসুস্থ হওয়া স্বত্বেও জেলে চলে এলাহি খানাদানা, পার্থর মেনুতে কী কী থাকে জানেন?

এদিকে বেশ কয়েকটি স্কুলের শিক্ষকেরা জানাচ্ছেন, চলতি বছর উচ্চ মাধ্যমিকের টেস্টে যারা উত্তীর্ণ হতে পারেনি, তাদের আবার টেস্ট নেওয়া হচ্ছে। আর তাতে পরবর্তী টেস্টে পাশ করলেই চিন্তা মুক্ত থাকবে স্কুল। তবে দ্বিতীয় টেস্টেও যদি ফের তারা আটকে যায়, তা হলে তাদের ক্ষেত্রে কী করা হবে, তা নির্ভর করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর দেওয়া নয়া নির্দেশিকার উপর।

সঙ্গে থাকুন ➥
X