পশ্চিমবঙ্গের ৩২ টোল প্লাজায় কাজ করবে FASTag Annual Pass, দেখুন তালিকা

Published on:

FASTag Annual Pass

সৌভিক মুখার্জী, কলকাতা: হাইওয়েতে যাতায়াতকারীদের জন্য এবার বিরাট সুখবর। কারণ জাতীয় সড়ক নিগম সংস্থা স্বাধীনতা দিবস থেকেই চালু করেছে FASTag Annual Pass। আর এটি একবার নিলেই সারা বছর টোল প্লাজায় দাঁড়ানোর ঝামেলা পোহাতে হবে না। তবে আজকের প্রতিবেদনে আমরা জানব, কীভাবে এই FASTag Annual Pass অ্যাক্টিভেট করবেন এবং পশ্চিমবঙ্গের কোন কোন টোল প্লাজায় এই অ্যানুয়াল পাস কার্যকর হবে।

কী এই FASTag Annual Pass?

জানিয়ে রাখি, FASTag Annual Pass পরিষেবাটি মূলত সাবস্ক্রিপশন ভিত্তিক। অর্থাৎ, গাড়ির মালিকরা এটি একবার নির্দিষ্ট বার্ষিক ফি দিলেই জাতীয় সড়ক বা এক্সপ্রেসওয়েতে গোটা 1 বছর বা 200টি টোল প্লাজা সম্পূর্ণ ঝঞ্ঝাটমুক্তভাবে এড়াতে পারবে।

এক্ষেত্রে উল্লেখ্য, এই অ্যানুয়াল পাস কেনার জন্য বছরে 3000 টাকা খরচ হবে। তবে এও বলে রাখি, শুধুমাত্র প্রাইভেট গাড়ি অর্থাৎ কার, জিপ বা ভ্যানের ক্ষেত্রেই এই অ্যানুয়াল পাস প্রযোজ্য হবে। বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। 

আবেদন কীভাবে করবেন?

FASTag Annual Pass নেওয়ার জন্য NHAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যায়। পাশাপাশি চাইলে Rajmargyatra মোবাইল অ্যাপ থেকেও আবেদন করতে পারবেন। আর আবেদন করে টাকা দেওয়ার পর মাত্র দুই ঘন্টার মধ্যেই এই পাস অ্যাক্টিভেট হয়ে যাবে। 

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ মিলছে ৫০ হাজার টাকা স্টাইপেন্ড! মেয়েদের জন্য সেরা স্কলারশিপ

পশ্চিমবঙ্গের কোন কোন টোল প্লাজায় কার্যকর হবে FASTag Annual Pass?

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মোট 32টি টোল প্লাজায় এই অ্যানুয়াল পাস কার্যকর হবে বলে জানানো হয়েছে। আর সেগুলি হল—

বারওয়া আড্ডা – পানাগড় (বেলিয়াদ টোল প্লাজা)
পুরুলিয়া – চান্ডিল (তেতলা টোল প্লাজা)
বালেশ্বর – খড়গপুর (লক্ষণাৎ টোল প্লাজা)
বালেশ্বর – খড়গপুর (রামপুরা টোল প্লাজা)
ডানকুনি – খড়গপুর (জলধুলাগুরি টোল প্লাজা)
ডানকুনি – খড়গপুর (ডেবরা টোল প্লাজা)
সোনারপুর – ঘোষপুর (পশ্চিম মাদাতি টোল প্লাজা)
কোলাঘাট – হলদিয়া (সোনাপেতা টোল প্লাজা)
বহরমপুর – ফারাক্কা (চাঁদের মোড় টোল প্লাজা)
বহরমপুর – ফারাক্কা (শিবপুর টোল প্লাজা)
ফারাক্কা – রায়গঞ্জ (লক্ষ্মীপুর টোল প্লাজা)
ফারাক্কা – রায়গঞ্জ (বাগসরাই টোল প্লাজা)
বারওয়া আড্ডা – পানাগড় (বাঁশকোপা টোল প্লাজা)
পলসিট – ডানকুনি (ডানকুনি টোল প্লাজা)
ডালখোলা – ইসলামপুর (সুরজাপুর টোল প্লাজা)
সালাবাড়ি – পশ্চিমবঙ্গ – অসম সীমান্ত (গুয়াবাড়ি টোল প্লাজা)
কৃষ্ণনগর – বহরমপুর ফেজ – III (শালি বামনডাঙ্গা টোল প্লাজা)
দ্বিতীয় বিবেকানন্দ সেতু (রাজচন্দ্রপুর টোল প্লাজা)
ময়নাগুড়ি – হাসিমারা – ধূপগুড়ি (রঙ্গলিবাজনা টোল প্লাজা)
চিচিরা – খড়গপুর (বালিভাষা টোল প্লাজা)
কাকদ্বীপ – নামখানা (নামখানা টোল প্লাজা)
বাঁকুড়া – পুরুলিয়া (কালাপাথর টোল প্লাজা)
মংপং চলসা – তেলিপাড়া (শুলকাপাড়া টোল প্লাজা)
পুণ্ডীবাড়ি – বক্সীর হাট (ঘোগরঘুটি টোল প্লাজা)
কাকরাভিটা – বাগডোগরা – ফুলবাড়ী – বাংলাবন্ধা (সাতভাইয়া টোল প্লাজা)
বুদবুদ – পালসিট (পালসিট টোল প্লাজা)
ধলডাঙ্গা – মেজিয়া (মেজিয়া টোল প্লাজা)
ঘোষপুকুর – ধুপগুড়ি (পানিকৌরী টোল প্লাজা)
ঘোষপুকুর – ধুপগুড়ি (হুসুলডাঙ্গা টোল প্লাজা)
রায়গঞ্জ – ডালখোলা (বড়াই টোল প্লাজা)
পুরুলিয়া – চন্ডিল (বেলকুড়ি টোল প্লাজা)
বারাসত – কৃষ্ণনগর (আয়েশপুর টোল প্লাজা)

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥