‘কে শ্রীলেখা, আমি চিনিই না!’ ট্রোলিং নিয়ে সোজাসাপ্টা উত্তর ঋতুপর্ণার

Published on:

rituparna sengupta

প্রীতি পোদ্দার: বিনোদন জগতে অভিনেতা এবং অভিনেত্রীদের মধ্যে যে ঠান্ডা লড়াইটা চলে তা এখন আর কারোর কাছে অজানা নয়। সে বলিউড হোক কিংবা টলিউড। বছর দুয়েক আগে বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণার (Rituparna Sengupta) বিরুদ্ধে স্বজনপোষণের একাধিক অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যিনি কিনা হামেশাই সোশ্যাল মিডিয়ায় নিজের স্পষ্ট মন্তব্য প্রদান করার ক্ষেত্রে নানাভাবে সমালোচিত হয়ে থাকেন। তবে অনেকেই আবার তাঁর কথায় সায় দিয়ে থাকেন। আরজি কর কাণ্ডে অভিনেতা অভিনেত্রীদের প্রতিবাদ মিছিল নিয়েও কম কথা বলেননি তিনি। তবে এবার শ্রীলেখাকে নিয়ে স্পষ্ট মন্তব্য করে বসলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

WhatsApp Community Join Now

কিছুদিন আগে ঋতুপর্ণার বিমানে উঠতে না পারার পোস্টকে কটাক্ষ করেছিলেন শ্রীলেখা। শুধু তাই নয় আরজি কর কাণ্ডে ১৪ আগস্ট রাত দখলের প্রতিবাদের দিন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের বেজায় ট্রোলের মুখে পড়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রথমে শঙ্খ বাজানোর ভিডিও পোস্ট করে ট্রোলের মুখে পড়েছিলেন তিনি। পরে শ্যামবাজার মোড়ে রাত দখলের কর্মসূচিতে সামিল হতে গিয়ে হেনস্থার শিকার হন ঋতুপর্ণা। সেই ঘটনা নিয়েও কথা বলতে ছাড়েননি অভিনেত্রী শ্রীলেখা।

ঋতুপর্ণার ওপর বেজায় চটে শ্রীলেখা!

শঙ্খ বাজানোর ভিডিও নিয়ে শ্রীলেখা বলেন, “ হয়েছে বেশ হয়েছে। ও সোশ্যাল মিডিয়ায় ঢং করে শাঁখ বাজাতে গিয়েছিল কেন?” অন্যদিকে আবার ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষ যখন শ্যামবাজারের ঘটনার নিন্দা করে ঋতুপর্ণার প্রতি সহানুভূতি জানিয়েছিলেন, তখন বিপরীতে একা শ্রীলেখা মিত্র ঋতুপর্ণার বিপরীতে যান। এবং তিনি বলেন, “শ্যামবাজারের ঘটনার জন্য যাঁরা ঋতুপর্ণার প্রতি সহানুভুতি দেখিয়েছেন, তিনি তাঁদের মানুষ বলে মনে করেন না! যদিও সেইসময় কোন প্রতিক্রিয়া দেখাননি ঋতুপর্ণা। এমনকি তিনি নিজেই শ্যামবাজারের ঘটনার পর বিদেশে চলে গিয়েছিলেন।

ডোন্ট কেয়ার অ্যাটিটিউড ঋতুপর্ণার!

তবে দুর্গাপূজা উপলক্ষে এখন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কলকাতায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীলেখার এই কড়া মন্তব্যের প্রসঙ্গে ঋতুপর্ণার কাছে জানতে চাওয়ায় তিনি সম্পূর্ণভাবে এক অপরিচিত মানুষের পর্যায়ে নিয়ে যান শ্রীলেখকে। তিনি বলেন, “কে উনি আমি চিনিই না, উনি কে? আমি কিচ্ছু বলতে চাই না”। ঋতুপর্ণা এও বলেন, “আমি একটা কথা বিশ্বাস করি যে অন্যকে ছোট করে নিজেকে বড় করা যায় না। আমি ট্রোল গায়ে মাখি না। এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমার সবকিছু শ্রম দ্বারা অর্জিত। পরিশ্রম করেই যেটুকু হওয়ার হয়েছি। পরিশ্রমের উপর আমার শ্রদ্ধা রয়েছে।”

সঙ্গে থাকুন ➥
X