‘ঋণে জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার’, কেন DA বাড়ছে না বাংলার কর্মীদের! জানা গেল কারণ

Published on:

mamata

প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন বছর পড়তে না পড়তেই সকল কেন্দ্রীয় কর্মীদের মধ্যে আশা ছিল  এবার অষ্টম বেতন কমিশন গঠন হবে। বাড়বে বেতন। শুধু তাই নয় মহার্ঘ ভাতা (Dearness Allowance) এবং DR এর পরিমাণও বাড়বে। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীনে DA পাচ্ছে প্রায় ৫৩ শতাংশ হারে। ২০২৪ এর প্রথমে কেন্দ্রীয় কর্মীদের DA এর পরিমাণ ছিল ৫০ শতাংশ। এরপর দীপাবলীর আগে সেই DA এর পরিমাণ গিয়ে দাঁড়ায় ৫৩ তে। তবে এবার সেই আশায় এবার সবুজ সংকেত দিল কেন্দ্র সরকার।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘোষণা হল নয়া অষ্টম কমিশনের

সূত্রের খবর, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে খুব শীঘ্রই কমিটির চেয়ারম্যান এবং দুই সদস্যকে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন এবং মহার্ঘ ভাতার কাঠামো নির্ধারণ করে এই বেতন কমিশন। এমনকি কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়েও সিদ্ধান্ত নেয় কমিশন। ২০২৫ এর বাজেট ঘোষণার আগেই এই কমিশন গড়ে ওঠার ঘোষণায় বেশ খুশি কেন্দ্রীয় কর্মীরা। কিন্তু এই কমিশন কবে স্থাপন করা হবে তার নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী অবশ্য ঘোষণা করেছেন, ২০২৬ সালের মধ্যে কমিশন গঠন করা হবে।

নয়া অষ্টম কমিশনের ক্ষেত্রে কত বাড়বে মাসিক বেতন?

সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুসারে কর্মচারীদের বেতন কাঠামো ২০১৬ সাল থেকে কার্যকর হয়। তার মেয়াদ রয়েছে ২০২৬ সাল পর্যন্ত। এবং বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন মাসে ১৮ হাজার টাকা। এর আগে ষষ্ঠ বেতন কমিশনে মাসে সাত হাজার টাকা ছিল কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম মূল বেতন। তবে নয়া অষ্টম কমিশন গঠনের পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মাসিক বেতন কত হবে সেই ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। এদিকে বাংলার সরকারি কর্মীদের মুখে হাসি যেন পরিণত পেয়েছে দুঃখে।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

বাংলার সরকারী কর্মীদের মুখে হাসি নেই

বর্তমানে যেখানে কেন্দ্রীয় কর্মীদের কেন্দ্রীয় সরকার ৫৩ শতাংশ হারে DA প্রদান করছে। সেখানে পশ্চিমবঙ্গ সরকার ষষ্ঠ বেতন কমিশনের মাধ্যমে মাত্র ১৪ শতাংশ হারে DA প্রদান করছে রাজ্য সরকারী কর্মীদের। এই আবহে দিনের পর দিন কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের DA-র ফারাক বেড়েই চলেছে। শেষ ২০২৩ সালের বড়দিনে রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ানো হয়েছিল। তাই সেই অনুযায়ী ২০২৪-এর বড়দিনে সকল সরকারি কর্মীর মনে DA বৃদ্ধির আশা জাগলেও সেই সংক্রান্ত কোনও ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ অল্প বিনিয়োগের মোটা আয়, রইল বাড়ি থেকেই শুরু করার মত তিনটি লাভজনক ব্যবসার খুঁটিনাটি

কী বলছেন শুভেন্দু অধিকারী?

এদিকে কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে ধিক্কার জানিয়ে লিখলেন, ‘ সপ্তম বেতন কমিশনের সংস্কারকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় অষ্টম পে-কমিশনের অনুমোদন দিয়েছেন। যার ফলে ৪৯ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হতে চলেছেন। এদিকে ঋণে জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার। এখনও তাই সরকারী কর্মীদের ষষ্ঠ পে-কমিশন অনুযায়ী DA দিয়ে চলেছে। তাই রাজ্য নতুন বেতন কমিশন তো দূর, ডিএ দেওয়ার ক্ষেত্রে অপারগ।’

আরও পড়ুনঃ DA না বাড়লেও কপাল খুলতে চলেছে শিক্ষকদের, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

জানা গিয়েছে পশ্চিমবঙ্গে ১৯৭০ সালের পে কমিটি গঠন করা হয়েছিল। এই কারণে কেন্দ্রে যখন পঞ্চম বেতন কমিশন কার্যকর হয়, তখন রাজ্যে চতুর্থ কমিশন আসে। আর কেন্দ্রে সপ্তমের জায়গায় রাজ্যে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে খুব শীঘ্রই তাঁদের সিদ্ধান্ত থেকে সরে আসবেন তা কিন্তু নয়। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেই দিয়েছেন যে তাঁদের পক্ষে সম কেন্দ্রীয় হারে DA দেওয়া সম্ভব নয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group