সহেলি মিত্র, কলকাতা: কাছেপিঠে যখনই দু’দিনের জন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয় তখন আমাদের মাথায় প্রথমেই আসে দিঘার কথা। দিঘার মতো সুন্দর সমুদ্র সৈকত খুব কমই আছে। এই দিঘা ভ্রমণ একদিকে যেমন সাশ্রয়ী, ঠিক তেমনই দুদিনের জন্য ঘুরতে যাওয়ার আদৰ্শ ঠিকানা। এখন পর্যটকদের আকর্ষণের জন্য সেখানে বেশ কিছু জিনিস নতুন আনা হয়েছে। তবে পর্যটকদের বেশ কিছুদিন ধরে দাবি ছিল, গোয়া বা আন্দামানের ধাঁচে দিঘাতেও স্কুবা ডাইভিং (Digha Scuba Diving) শুরু করার। তবে সেটি চালু হয়নি। কেন জানেন? চলুন জেনে নেবেন।
দিঘায় কেন চালু হয়নি স্কুবা ডাইভিং?
গতকাল শুক্রবার জানা যায় যে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের। তাঁর এহেন আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। অপরদিকে এহেন পরিস্থিতিতে কেন দিঘাতে চালু হতে গিয়েও চালু হল না স্কুবা ডাইভিং, সেই নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, তাহলে কি দিঘার সমুদ্র স্কুবা ডাইভিং-এর জন্য মোটেও সুরক্ষিত নয়?
আরও পড়ুনঃ ৪০ ভাষায় ৩২ হাজারের বেশি গান, অভিনয়! কত টাকার সম্পত্তি রেখে গেলেন জুবিন গর্গ?
দিঘায় এখন পর্যটকদের জন্য প্যারাগ্লাইডিং থেকে শুরু করে স্পিড বোড, জায়ান্ট সুইং সব চালু রয়েছে। তবে কেন চালু হচ্ছে না স্কুবা ডাইভিং? জানলে অবাক হবেন, আজ থেকে প্রায় ৮ বছর আগে দিঘার সমুদ্রে স্কুবা ডাইভিং চালু করার পরিকল্পনা নিয়েছিল বেশ কিছু সংস্থা। তবে সেই সময় প্রশাসন অনুমতি দেয়নি। কারণ হিসাবে জানানো হয়েছিল, দিঘার সমুদ্র এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য অনুকূল নয়। ফলে যদি কোনও দুর্ঘটনা ঘটে তবে সেটা কোনওভাবেই ঠেকানো যাবে না। স্বাভাবিকভাবেই প্রশাসনের এই সিদ্ধান্তে কিছু লোক অসন্তুষ্ট ছিলেন আবার কিছু অংশ সমর্থন করেছিলেন প্রশাসনকে।
দিঘায় চালু প্যারাগ্লাইডিং, কেন স্কুবা ডাইভিং নয়?
এবিষয়ে বড় মন্তব্য করেছেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক তথা দিঘা-শংকরপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পূর্ণেন্দু মাজি। তিনি বলেন, ‘দিঘায় সমুদ্রের ঢেউ উচ্চ এবং ঘন ঘন। যা স্কুবা ডাইভিংয়ের জন্য প্রতিকূল। তাছাড়া স্কুবা ডাইভিংয়ের জন্য প্রয়োজন পরিষ্কার জল, যেমনটা গোয়া বা আন্দামানে দেখা যায়। কিন্তু দিঘার সমুদ্রের জল এতটা স্বচ্ছ নয়। ফলে এখানে স্কুবা ডাইভিং চালুর কোনও অনুমতি সরকারের তরফে দেওয়া হয় না। অদূর ভবিষ্যতেও দেওয়ার কোনও সম্ভাবনা নেই।’