শুধু পঞ্চম নয়, DA মামলার প্রভাব পড়বে ষষ্ঠ বেতন কমিশনেও? বড় বয়ান ভাস্কর ঘোষের

Published:

Updated:

DA Case
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ১৬ মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার মামলায় (DA Case) ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে। স্পষ্ট বলা হয়েছিল, শীর্ষ আদালতের নির্দেশ জারির ছয় সপ্তাহের মধ্যে যেন পশ্চিমবঙ্গ সরকারকে ওই পরিমাণ বকেয়া মিটিয়ে দেওয়া হয়। তারপরেই সরকারি কর্মচারীমহলে জোর আলোচনা শুরু হয়েছে যে কবে মিলবে এই বরাদ্দ DA। আর এই আবহে ষষ্ঠ বেতন কমিশনের প্রসঙ্গ উঠে এল খবরের শিরোনামে।

কী বললেন ভাস্কর ঘোষ?

এদিন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, “আগামী আগস্টে বকেয়া DA মামলার যে শুনানি হবে সুপ্রিম কোর্টে, সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। যার মধ্যে উঠে আসবে পঞ্চম বেতন কমিশনের আওতাভুক্ত সরকারি কর্মীদের DA প্রদানের বিষয়বস্তু সংক্রান্ত একাধিক প্রশ্ন। কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছেন যে এই আলোচনায় কি কোনো সুপ্রভাব পড়তে চলেছে ষষ্ঠ বেতন কমিশন বা রোপা ২০১৯-এ। তাই সেক্ষেত্রে বলে রাখা ভালো হ্যাঁ পরবর্তী শুনানির উপরে সেই বিষয়টি নির্ভর করছে।”

নেতিবাচক মনোভাব না ছড়ানোর প্রস্তাব

এদিন ষষ্ঠ বেতন কমিশনকে নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আরও বলেন যে, ‘আমরা যদি সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতাকে আমাদের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে রোপা ২০১৯-র উপরেও এই রায় কার্যকর হবে। তাতে DA-এর প্রসঙ্গ উল্লেখ করা থাক বা না থাক। তাই অযথা নেতিবাচক মনোভাব ছড়াবেন না। সরকার যে দিকটি তুলে ধরার চেষ্টা করবে, তাতে পা দেবেন না। নিজেদের দিকটি সবসময় তুলে ধরুন। যার জন্য রাজ্য সরকারকে পরাজিত হতে হয়।”

আরও পড়ুন: নিয়মের বাইরে গেলেই বাতিল হবে প্যানেল! SSC-র নতুন বিজ্ঞপ্তির ভুল ধরালেন বিকাশরঞ্জন

অন্যদিকে প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত কর্মচারীর সংখ্যা আড়াই লক্ষেরওবেশি রয়েছে। এ ছাড়াও রাজ্যে স্কুলশিক্ষকের সংখ্যা প্রায় ৩ লক্ষ ৮০ হাজার। তার সঙ্গে তো পঞ্চায়েত, পুরসভা, পুরনিগম-সহ সরকারপোষিত স্বশাসিত সংস্থার কর্মচারী রয়েছেই। তাই সব মিলিয়ে প্রায় আট লক্ষ কর্মচারী ওই বকেয়া ডিএ পাওয়ার যোগ্য। ইতিমধ্যেই রাজ্যের অর্থ দফতর জানতে চেয়েছে, রাজ্যের সমস্ত দফতরে মোট কত জন মহার্ঘভাতা প্রাপক রয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে মোট বকেয়ার দেওয়ার প্রস্তুতি শুরু হয়েগিয়েছে নবান্নে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join