এবার ডগ স্কোয়াডের পুলিশকর্মীরা পেতে পারেন ঝুঁকি ভাতা, কতটা? বড় সিদ্ধান্তের পথে নবান্ন

Published:

Nabanna
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: এমন কিছু কেস বা ঘটনা থাকে যেখানে দুঁদে গোয়েন্দারাও সেই সকল অপরাধের রহস্যমোচন করতে পারে না। তখন সেই সমস্যা মেটাতে এগিয়ে আসে ডগ স্কোয়াড। সেই জন্য রাজ্যের সব জেলা ও কমিশনারেট এলাকায় ডগ স্কোয়াড রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে পুলিসকর্মীরা সেই কাজ করেন। আর তাই এবার তাঁদের জন্য ঝুঁকি ভাতা চালু করার জন্য নবান্নে (Nabanna) প্রস্তাব দেয় রাজ্য পুলিসের ওয়েলফেয়ার কমিটি।

ডগ স্কোয়াডের কর্মীদের ভাতা প্রদান

ডগ স্কোয়াডের প্রয়োজনীয়তাকে মাথায় রেখে বর্তমান শাসকদলের আমলে প্রতিটি জেলায় ডগ স্কোয়াড তৈরি করেছে রাজ্য পুলিশ। এই ডগ স্কোয়াডের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের নিয়ে সন্দেহজনক কোনো জায়গা বা সভাস্থল পরীক্ষা করেন পুলিসকর্মীরা। বোমাতঙ্ক এলাকাও বাদ যায় না। সেক্ষেত্রে এই স্কোয়াডের কর্মীদের বেশ লাইফ রিস্ক রয়েছে। কিন্তু এদিকে তাঁদের জন্য কোনো রিস্ক অ্যালাওয়েন্স নেই। তাই তাঁদের জন্যও নবান্নে এই ভাতা চালু করার প্রস্তাব দিল পুলিসের ওয়েলফেয়ার কমিটি।

কী কারণে এই প্রস্তাব?

এদিন নবান্নে পাঠানো প্রস্তাবে রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটি স্পষ্ট জানায় যে ডগ স্কোয়াডে কর্মরত কর্মীদের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু এদিকে এই কাজের সঙ্গে জড়িত অন্যান্য ইউনিটের কর্মীরা রিস্ক অ্যালাওয়েন্সের জন্য ১৮ শতাংশ ভাতা পান। সেক্ষেত্রে কেন স্কোয়াডের কর্মীরা টাকা পাবেন না, তাই এই অবস্থায় বিষয়টি নিয়ে সক্রিয় হয় স্টেট পুলিসের ওয়েলফেয়ার কমিটি। তাদের তরফে কয়েকদিন আগে একটি প্রস্তাব পাঠানো হয় পুলিশ ডিরেক্টরেটে। তাঁরাও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে।

আরও পড়ুন: ডেউচায় আস্ত জঙ্গল প্রতিস্থাপন করল প্রশাসন! গোটা বাংলায় নজির গড়ল বীরভূম

পাকাপাকি হ্যান্ডলার রাখার আর্জি স্কোয়াডে

বিশেষ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে রিস্ক অ্যালাওয়েন্স নিয়ে অর্থদপ্তরের সঙ্গে স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকদের কথা হয়েছে। সেখানে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কীভাবে তাঁদের এই ভাতা দেওয়া যেতে পারে এবং তার পরিমাণ কত হলে সকলের সুবিধা হবে। এছাড়াও ওই প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে যে প্রশিক্ষিত কুকুরদের নিয়ন্ত্রণ করার জন্য একজন করে পাকাপাকি হ্যান্ডলার রাখতে হবে। আসলে অনেক সময় দেখা যায় হ্যান্ডলাররা প্রতি এক বা দু’বছর অন্তর বদলি হওয়ার ফলে পুলিসের সারমেয় বাহিনীর দক্ষতা ও কার্যক্ষমতা কমে যাচ্ছে। তবে এখনও পর্যন্ত নবান্নের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join