প্রীতি পোদ্দার, কলকাতা: বহু লড়াই এর পর অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) আপাতত ২৫ শতাংশ বকেয়া মহার্ঘভাতা বা DA দেওয়ার ঘোষণা করল সুপ্রিম কোর্ট। ছয় সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ প্রথমে ৫০ শতাংশ DA বৃদ্ধির কথা বললেও পরে রাজ্যের অনুরোধে ২৫ এ নামিয়ে আনা হয়েছে। বাকি বকেয়া ডিএ নিয়ে চূড়ান্ত শুনানি হবে অগস্টে।
সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়ে ফিরল স্বস্তি
কেন্দ্রীয় সরকারের কর্মীরা যে হারে DA পেয়ে থাকেন, সেই হারে DA দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন। সেই মামলায় প্রথমে কলকাতা হাইকোর্ট জানায়, DA সরকারি কর্মীদের অধিকার। তাই কেন্দ্রের দেওয়া হারে ডিএ রাজ্যকে দিতে হবে। তারপরেই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য সরকার।
তবে সেই মামলা গত কয়েক বছরে বারবার পিছিয়েছে। তার পর ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী রায়ে স্বস্তি ফিরল সরকারি কর্মীদের। কিন্তু এই বার্তায় মাঝেই গ্র্যাজুইটি বৃদ্ধি এবং লিভ এনক্যাশমেন্টের প্রসঙ্গ উঠছে। যা নিয়ে এবার প্রকাশ্যে মন্তব্য করলেন মলয় মুখোপাধ্যায়।
স্যাটের নির্দেশে ছিল না গ্র্যাজুইটির উল্লেখ
রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে, একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা মামলা করেছিলাম। কিন্তু আমাদের এই মামলার মধ্যে সুদের বিষয় যেমন গ্র্যাজুইটি বৃদ্ধির কথা এবং লিভ এনক্যাশমেন্টের কথা ছিল না। এককথায় আজ সুপ্রিম কোর্টে যেই বিষয়টি মান্যতা পেয়েছে, সেটা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা স্যাট এর নির্দেশ।” অর্থাৎ স্যাট এর নির্দেশে সরকারি কর্মীদের DA এর উল্লেখ থাকলেও সেখানে লিভ এনক্যাশমেন্ট এবং গ্র্যাজুইটি নিয়ে কোনো কথা বলা হয়নি।
এছাড়াও সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আরও জানান যে, “যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা স্যাট এর নির্দেশে লিভ এনক্যাশমেন্ট এবং গ্র্যাজুইটি নিয়ে যখন কোনো নির্দেশ দেওয়া নেই, তাই সেই কথা সুপ্রিম মামলায় বললে আজ আমাদের জয় হত না। পিটিশন করেও কোনো লাভ হত না। অর্থাৎ আরও দীর্ঘায়িত হয় বকেয়া মহার্ঘ ভাতা মামলায়। তবে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছেছি। আশা করা যাচ্ছে, আপাতত বকেয়া DA এর ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা বলা হলেও আগামী অগস্টে শুনানির সময় সুপ্রিম কোর্ট তখন বাকি ৭৫ শতাংশ মহার্ঘ ভাতাও বাড়িয়ে দেবে।”
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |