লটারিতে কোটি টাকা জিতেও মিলল না কিছুই! দিনমজুর যতীনের গল্প শিক্ষা দেবে আপনাকেও

Published:

won a crore in the lottery but didn't get any money! Fulbari Lottery News
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি কেটে রাতারাতি কোটিপতি হয়েছিলেন ফুলবাড়ির এক ব্যক্তি পেশায় রাধুনী যতীন বর্মন (Fulbari Lottery News)। তবে ভাগ্যের ফের, কোটিপতি হয়েও হওয়া হল না কোটিপতি। জানা যাচ্ছে, লটারিতে কোটি টাকা ফেঁসেছে, এ কথা জানতে পেরেই একেবারে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন জলপাইগুড়ির ফুলবাড়ির ওই রাধুনী। তবে পরবর্তীতে মনের ভুলে টিকিটটি হারিয়ে ফেলেন তিনি। আর তাতেই এখন রাতের ঘুম উড়েছে বর্মন পরিবারের!

কোটি টাকা জিতেও কপাল চাপড়ালেন যতীন!

জানা যায়, ফুলবাড়ির ওই রাধুনী লটারিতে কোটি টাকা জেতার খবর পেতেই তড়িঘড়ি পরিবারকে জানিয়েছিলেন। পরবর্তীতে ছোট মেয়ের কাছে লটারি টিকিটটি রাখতে দিয়ে ফেলে আসা রান্নার কাজে ফিরে যান যতীন। পরবর্তীতে রাতে বাড়ি এসে পরিবারের সাথে আলোচনা করে গত 28 তারিখ থানায় যোগাযোগ করার সিদ্ধান্ত নেন তিনি।

সেই মতোই পর দিন সকালে থানার উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে শোনেন কোটি টাকার লটারিটি হারিয়ে ফেলেছে ছেলে। আর তাতেই একেবারে মাথায় আকাশ ভেঙে পড়ে যতীনের। যেই খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ওই লটারি বিজেতার প্রতি সহানুভূতি দেখিয়েছেন অনেকেই।

অবশ্যই পড়ুন: কেউ খাট মাথায় করে পালায়, কেউ টাওয়ারে ওঠে! BSF-র ভয়ে থরহরিকম্প পাক সেনায়

10 লাখের পুরস্কার ঘোষণা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিও মারফত খবর, কোটি টাকার ওই লটারিটি হারিয়ে ফেলায় পরবর্তীতে ফুলবাড়ির ওই লটারি বিজেতা ও তাঁর পরিবার ক্যামেরার মুখোমুখি হয়ে লটারির টিকিট খুঁজে দেওয়ার কাতর আর্জি জানিয়েছিলেন।

শুধু তাই নয়, লটারি টিকিটটি খুঁজে দিতে পারলে 10 লাখ টাকার পুরস্কারও ঘোষণা করেন যতীন। তাহলে কি শেষ পর্যন্ত সুরাহা হল? সদ্য প্রকাশ্যে আসা বেশ কয়েকটি ভিডিও মারফত খবর, হারিয়ে ফেলা ওই কোটি টাকার লটারির টিকিটটি ফিরে পেয়েছেন ফুলবাড়ির ওই ভাগ্যবান। বর্তমানে কোটি টাকা ঘরে ফেরায় খুশির জোয়ার এসেছে বর্মন পরিবারে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join