শ্বেতা মিত্র, কলকাতা: ভারতীয় রেলের ইতিহাস অনেকটাই বিস্তৃত। বর্তমান সময়ে প্রতিদিন এই রেল ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে এর সঙ্গে জুড়ে রয়েছেন। প্রতিদিন কয়েক হাজার ট্রেন যাতায়াত করে। এদিকে সেগুলিতে সওয়ার হয়ে যাতায়াত করেন লক্ষ লক্ষ মানুষ। এখন বেশিরভাগ মানুষ ট্রেনকেই কোথাও ভ্রমণের ক্ষেত্রে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন। এ না হয় গেল ট্রেনের ব্যাপারে। কিন্তু আপনি কি জানেন যে বিশ্বের সবথেকে পুরনো ওয়াটার ট্যাঙ্ক (World Oldest Water Tank) কোনটি? যদি না জেনে জেনে থাকেন তাহলে আজকের এই লেখাটি রইল শুধুমাত্র আপনার জন্য।
বিশ্বের সবথেকে পুরনো ওয়াটার ট্যাঙ্ক
আমাদের ঘরের পাশেই এমন কিছু নিদর্শন রয়েছে যা আমরা হয়তো দেখে উঠতে পারিনি, কিংবা যেটি সম্পর্কে জানি না। জানলে হয়তো আকাশ থেকে পড়বেন, আমাদের বাংলাতেই রয়েছে বিশ্বের সবথেকে পুরনো ওয়াটার ট্যাঙ্ক। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যেটি কিনা অবস্থিত কাঁচরাপাড়ায়।
কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ (১৮৬৩) প্রতিষ্ঠার পূর্বে ১৮৬২ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর পর ১৮৬৫ সালে যুক্তরাজ্যে এ ধরনের জলের ট্যাংক স্থাপন করা হয়। এই ট্যাঙ্কের মূল কাজ ছিল স্টিম ইঞ্জিনে জল সরবরাহ করা। তবে এখন এটি দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হয়ে উঠেছে।
কারা তৈরী করেছিল এটি?
এই ট্যাঙ্কের প্রধান কাজ ছিল বাষ্পচালিত রেল ইঞ্জিনগুলিতে জল সরবরাহ করা। যদিও কালের নিয়মে হারিয়ে যায় বাষ্পচালিত ইঞ্জিন। বাষ্পচালিত রেল ইঞ্জিনের ব্যাবহার ১৯৯৩ সালে বন্ধ করে দেওয়া হয়।তারপর থেকে ট্যাঙ্কটি অব্যবহৃত অবস্থায় রয়েছে।বর্তমানে রেলওয়ে এটি কিছুটা সংস্কার করে রেখেছে। অনেকেই হয়তো জানেন না যে এই ট্যাঙ্কটি তৈরি করেছিল ইংল্যান্ডের Teesside Engine Works in Middlesbrough এর একটি কোম্পানি Gilkes Wilson and Company ,এটি ব্রিটিশ লোকোমোটিভ প্রস্তুতকারক কোম্পানি যা ১৮৪৩ সালে স্থাপিত হয়েছিল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |