২০২৫-র জানুয়ারিতেই হাওড়া থেকে মেট্রো করে এয়ারপোর্ট? ইয়োলো লাইন নিয়ে নয়া আপডেট

Published on:

howrah to kolkata airport

শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রো (Kolkata Metro) নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা হু হু করে বেড়েই চলেছে। আজ থেকে দু থেকে তিন বছর আগেও যেখানে শুধুমাত্র একটি মেট্রো লাইন ছিল, কিন্তু সেখানে বর্তমান সময়ে শহরের বিভিন্ন জায়গায় মেট্রো ছুটে চলেছে। এখানেই শেষ নয়, আগামী কয়েক বছরে বিভিন্ন জায়গায় আরো মেট্রো পরিষেবা বাড়ানোর পরিকল্পনা রয়েছে কলকাতা মেট্রোর বলে খবর। তবে এতকিছু মাঝেই এবার ইয়েলো লাইন নিয়ে বড়সড়ো আপডেট প্রকাশ্যে উঠে এল যা শুনলে আপনি হয়তো খুশিতে লাফাতে শুরু করবেন। বিশেষ করে আপনিও যদি মেট্রো লাভার হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ইয়েলো লাইন নিয়ে বড় খবর

কয়েকদিন আগেই ইয়েলো লাইন পরিদর্শন করে গিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। তিনি প্রথমবারের মতো দমদম ক্যান্টনমেন্ট থেকে ইয়েলো লাইনের জয় হিন্দ (বিমানবন্দর) অংশে ট্রলিতে করে কাজ পরিদর্শন করেছেন। তিনি অংশের কাজের সার্বিক অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। খুব শীঘ্রই মেট্রোতে করে বিমানবন্দর যাওয়ার পথ আরও মসৃণ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। যদিও এই হলো লাইনে মেট্রো পরিষেবা কবে শুরু হবে তা নিয়ে এতদিন কোনওরকম খবর ছিল না তবে এবার দিনক্ষণ জানা গেল। বলা ভালো, এখন দিনক্ষণ নিয়ে রীতিমতো জলঘোলা শুরু হয়েছে।

এখন জানা যাচ্ছে, ২০২৫ সালের শুরুর দিকে ইয়েলো লাইন শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনি শহরে যে কোন প্রান্তে থাকুন না কেন বা হাওড়া জেলার বাসিন্দা হয়ে ঠাকুর না কেন মেট্রো ধরে আপনি অনায়াসেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে যেতে পারবেন। কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর জন্য আর দীর্ঘক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করতে হবে না কিংবা হলুদ ট্যাক্সি, অ্যাপরে ক্যাবের জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হবে না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

২০২৫-এই শুরু হবে ইয়েলো লাইন?

জানা যাচ্ছে, ২০২৫ শেষ হওয়ার আগেই বিভিন্ন লাইন মিলিয়ে মেট্রোর বিস্তার ৯০ কিলোমিটার হবে বলে আশা করছেন সংস্থার জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। বর্তমানে তা ৬০ কিলোমিটার অবধি কাজ হয়েছে। এদিকে মেট্রো রেল সূত্রে খবর, ২০২৫ সালের মার্চ-এপ্রিলের মধ্যেই নোয়াপাড়া টু এয়ারপোর্ট যাত্রী পরিবহণের উপযুক্ত করে তোলার চেষ্টা চলছে। একবার এই করিডর চালু হলে যাত্রীরা ব্লু (নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর), গ্রিন (হাওড়া ময়দান-এসপ্ল্যানেড) এবং অরেঞ্জ (ইএম বাইপাসের রুবি-নিউ গড়িয়া) লাইন দিয়ে নোয়াপাড়া হয়ে বিমানবন্দরে যেতে পারবেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে, হাওড়া স্টেশনকে বিমানবন্দরের সঙ্গে যুক্ত করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group