১৯৯ টাকা দিয়ে রেজিস্ট্রেশন! কলকাতায় একদিন সাইকেল চালিয়েই জিততে পারবেন ৩০ হাজার

Published:

Kolkata Cyclothon 2025
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতায় মাত্র একদিন সাইকেল চালিয়েই জিতে নিতে পারেন হাজার হাজার টাকা! হ্যাঁ, শুরু হচ্ছে কলকাতা সাইক্লোথন ২০২৫ (Kolkata Cyclothon 2025)। আগামী ৯ নভেম্বর ভোর পৌনে চারটে থেকেই কলকাতায় এই সাইকেল প্রতিযোগিতা শুরু হবে। শহরের দূষণ ও যানজট কমানোর জন্য সাইকেলকে পরিবেশবান্ধব মাধ্যম হিসেবে তুলে ধরাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। তবে রেজিস্ট্রেশন ফি কত আছে, কত টাকা পুরস্কার মিলবে, বিস্তারিত জানিয়ে দেবো আজকের প্রতিবেদন।

কী এই কলকাতা সাইক্লোথন ২০২৫?

জানা গিয়েছে, আগামী ৯ নভেম্বর রবিবার ভোর পৌনে চারটে নাগাদ কলকাতা থেকে এই সাইক্লোথন শুরু হচ্ছে। উল্লেখ্য, কলকাতায় প্রথম বারই অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। লোহা ফাউন্ডেশন এবং কোল ইন্ডিয়ার যৌথ উদ্যোগেই এই ইভেন্ট আয়োজন করা হয়েছে। আর কলকাতাবাসীকে একত্রিত করার জন্য ফিটনেস কমিউনিটি স্পিরিটও উদযাপন করা হবে এই সাইক্লোথনের মাধ্যমে। পাশাপাশি ফিটনেস ও সুস্থ জীবনযাপনের উপর জোর দেওয়া হচ্ছে। মূলত সাইকেলকে পরিবেশবান্ধব পরিবহন মাধ্যম হিসেবে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এদিকে কলকাতা সাইক্লোথনের সম্মানীয় রেস ডিরেক্টর মহারাষ্ট্র পুলিশের আইরনম্যান খ্যাত আইপিএস কৃষ্ণপ্রকাশ বর্তমানে দক্ষিণ জোনের অতিরিক্ত কমিশনার ও মুম্বাই সিটির ইন্সপেক্টর জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করছেন। ইন্সট্রাগ্রামে তাঁর প্রায় তিন লক্ষ ফলোয়ার রয়েছে। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, করানোর সময় থেকেই মুম্বাই ও পুনের মতো মহারাষ্ট্রের শহরগুলিতে সাইক্লোথন আয়োজন করা হয়েছে এবং বিপুল মানুষ এতে সাড়া দিয়েছে। এবার কলকাতাতেও বিপুল মানুষ সাড়া দেবে বলেই আশা করা হচ্ছে। এমনকি কৃষ্ণপ্রকাশ বলেছেন, আমরা তো হাঁটার পর সাইকেলকেই প্রাধান্য দিই। সাইকেল আমাদের জীবনের সাথে জড়িত। শচীন টেন্ডুলকার একবার বলেছিলেন, ভারত স্পোর্টস লাইভ কান্ট্রি। কিন্তু স্পোর্টস প্লেইং কান্ট্রি নয়। এই কথা মানুষের মাথায় ভীষণভাবে গেঁথে গিয়েছে।

সাইক্লোথনের রেজিস্ট্রেশন ফি কত?

বলাবাহুল্য, কলকাতা সাইক্লোথনে অংশগ্রহণকারী প্রতিযোগিদের কাছে শুধুমাত্র সাইকেল থাকলেই হবে, আর সর্বনিম্ন ১৯৯ টাকা রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে। এত কম রেজিস্ট্রেশন ফি সত্যিই কল্পনার বাইরে। এমনকি সেখানে আবার কুপন কোড জুড়লে ৫০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। অর্থাৎ, মাত্র ১০০ টাকার মধ্যেই আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।

আরও পড়ুনঃ অবসর নেবেন গাভাই! কে এই বিচারপতি সূর্যকান্ত যিনি হবেন সুপ্রিম কোর্টের পরবর্তী চিফ জাস্টিস?

প্রাইজ পুল কী রয়েছে?

প্রসঙ্গত, কলকাতা সাইক্লোথনে তিনটি রাইড ক্যাটাগরি রয়েছে। আর সেগুলি হল ৭০, ৫০ এবং ২৫ কিলোমিটার। এর সাথে ১০ কিলোমিটার সাইক্লিং এবং ৫ কিলোমিটারের দৌড়ও রয়েছে। রাইডের ক্ষেত্রে সর্বনিম্ন বয়সসীমা রাখা হয়েছে ১৪ বছর। তবে বয়সের কোনও ঊর্ধ্বসীমা বলা হয়নি। ৭০ কিলোমিটার ইভেন্টের জয়ীকে নগদ ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। সেক্ষেত্রে প্রথম রানার আপের জন্য ২০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার আপের জন্য ১৫ হাজার টাকা প্রাইজ বরাদ্দ করা হয়েছে। ৫০ কিলোমিটার ইভেন্ট জিতলে ২০ হাজার টাকা প্রাইজ দেওয়া হবে। সেক্ষেত্রে প্রথম রানার আপকে দেওয়া হবে ১৫ হাজার টাকা আর দ্বিতীয় রানার আপকে দেওয়া হবে ১০ হাজার টাকা। পাশাপাশি ২৫ কিলোমিটার ইভেন্ট জিতলে ১৫ হাজার টাকা মিলবে। সেক্ষেত্রে প্রথম রানার আপের জন্য ১০ হাজার টাকা আর দ্বিতীয় রানার আপের জন্য ৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মোদ্দা কথা, আপনি কলকাতায় একদিন সাইকেল চালিয়েই ৩০ হাজার টাকা পকেটে ভরে নিতে পারবেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join