Indiahood-nabobarsho

গাড়ি থামিয়ে তরুণীকে একের পর এক কোপ! খাস কলকাতায় হাড়হিম করা কাণ্ড

Published on:

em bypass in night

প্রীতি পোদ্দার, কলকাতা: রাতের অন্ধকার যত বাড়ে ততই যেন একের পর এক ক্রাইমের ঘটনা বেশি ঘটতে থাকে। এমন উদাহরণ এর আগে অনেকবার উঠে এসেছে খবরের শিরোনামে। আর এবার হাড়হিমকাণ্ড করা কাণ্ড ঘটল ইএম বাইপাসে। রাতের অন্ধকারে শহরে এক তরুণীর উপরে হঠাৎ হামলা হয়। তরুণীকে মারধর, ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার অভিযোগ উঠেছে প্রকাশ্যে। আর এই ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

পুলিশ সূত্রে খবর, ঘড়িতে তখন প্রায় সাড়ে ন’টা। নারকেলডাঙার বাসিন্দা ২৪ বছরের তরুণী গাড়িতে করে ফিরছিলেন। আর সেই সময় বাইক চেপে তরুণীর গাড়ির পিছু নেয় ৩ জন। এরপর গাড়িটিকে দাঁড় করিয়ে ওই তরুণীকে। বাইপাস ধাবার কাছে গাড়ি থেকে নামতেই আচমকা পিছন থেকে হামলা করে তিন যুবক। তরুণী পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ছুরি দিয়ে একাধিকবার আঘাত করা হয় তরুণীকে। একেবারে প্রকাশ্য রাস্তায় তরুণীর উপর ধারালো অস্ত্রের কোপ মারা হয়।

গ্রেফতার তিনজন

শেষে ওই তরুণী রক্তাক্ত অবস্থায় ছুটতে শুরু করেন রাস্তায় রাস্তায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। এরপর NRS হাসপাতালে ভর্তি করানো হয় তরুণীকে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি। সেই সময় রাতের রাস্তায় টহল দিচ্ছিলেন প্রগতি ময়দান থানার পুলিশ। শেষে সিসিটিভির ফুটেজ দেখে রাতেই তিন জনকে আটক করে প্রগতি ময়দান থানার পুলিশ। ২২ বছরের ওয়াসিম আক্রম, ২৪ বছরের শাহাজাদি ফারুক এবং অন্যজন ১৬ বছর বয়সি নাবালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ DA বৃদ্ধি থেকে নিয়োগ, রাজ্য বাজেটে কপাল খুলতে পারে প্যারাটিচার থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের

এই ঘটনার উল্লেখযোগ্য বিষয় হল গাড়িতে ওই তরুণীর সঙ্গে ছিলেন ১৬ বছর বয়সী নাবালকের বাবাও। পুলিসের জেরার মুখে ওই নাবালক নাকি দাবি করেছে যে ওই তরুণীর সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তার বাবা। সেকারণেই এই হামলা। কিন্তু রাতের অন্ধকারে প্রকাশ্যে এই ঘটনা ফের শহরে নারীদের নিরাপত্তা নিয়ে বিরাট প্রশ্ন উঠছে। ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি, সামনেই ছিল বড় ধাবা। লোকজন ভর্তি থাকে। সেই ধাবার সামনেই একের পর এক ছুরির কোপ দেওয়া হল। এলাকায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group