প্রীতি পোদ্দার, কলকাতা: দিনে দুপুরে কলকাতা সহ একাধিক জেলায় নানা ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেই চলেছে। ধারালো অস্ত্র দিয়ে হতাহতের ঘটনা ঘটেই চলেছে চারিদিকে। আর এই ঘটনায় বাদ যাচ্ছে না দরিদ্ররাও। সম্প্রতি ক্যানিং (Canning) এলাকায় এক ভয়ংকর ঘটনা ঘটে গেল। দরিদ্র ভিক্ষুকের কাছে টাকা ধার না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠে এল এক যুবকের বিরুদ্ধে। জখম হয়েছেন ২ জন। তদন্তে নামল পুলিশ।
ঘটনাটি কী?
ঘটনা সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানার অন্তর্গত, জয়রামখালি এলাকায়। সেখানকার এক বাসিন্দা তাঞ্জিলা লস্কর ও তাঁর ছেলে তাবাজুল লস্কর কলকাতার পার্ক সার্কস এলাকায় ভিক্ষা করে দিন কাটায়। কোনো রকমে দিন চলে তাঁদের। কিন্তু সেদিন ভিক্ষা করে মা ও ছেলে বাড়ি ফেরার সময় ঘটে যায় এক ভয়ংকর ঘটনা। তাঁদের এলাকার এক প্রতিবেশী যুবক কালো মাঝি তাঞ্জিলার কাছে টাকা ধার চায়। কিন্তু তাঁরা সেই টাকা দিতে অস্বীকার করে। তখন সেই প্রতিবেশী যুবক ধারালো অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে বেধড়ক মারধর করে তাঞ্জিলা লস্করকে।
ধারালো অস্ত্র দিয়ে কোপ
মাকে মারতে দেখে চুপ করে থাকেনি ছেলে তাবাজুল। সে মারধরের হাত থেকে মাকে বাঁচাতে ঝাপিয়ে পড়ে ওই প্রতিবেশী যুবকের ওপর। কিন্তু তাকেও বেধড়ক মারধর করা হয়। পরিস্থিতি এমন জটিল পর্যায়ে পৌঁছয় যে ধারালো অস্ত্র দিয়ে রীতিমত মাথায় কোপ মারে ওই প্রতিবেশী যুবক। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মা ও ছেলে। সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ওই প্রতিবেশী যুবক। এরপর প্রতিবেশীরা গুরুতর জখম মা ও ছেলে কে উদ্ধার করে। এবং রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুনঃ কমেছে আয়, এবার ১৫ লক্ষ কোটি ঋণ করছে কেন্দ্র! সরকারের সিদ্ধান্তে চাপে পড়বে দেশবাসী?
বর্তমানে খানিকটা সুস্থ রয়েছে মা ও ছেলে। সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে পুলিশের কাছে অভিযোগ করা হয়। পুলিশ সেই যুবক ধরার জন্য খোঁজ লাগিয়েছে এবং তদন্ত শুরু করেছে। এদিকে আহত তাঞ্জিলা লস্কর জানিয়েছেন, ‘কালো মাঝি টাকা ধার চেয়েছিল। দিইনি বলে আমর ছেলে ও আমাকে বেধড়ক মারধর করে। ছেলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। শীঘ্রই কালো মাঝির শাস্তি চাই।’
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |