বর্ধমানে তরুণীদের গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল আচরণ যুবকের! গ্রেপ্তার করল পুলিশ

Published:

Bardhaman
Follow

প্রীতি পোদ্দার, বর্ধমান: টোটোয় বসেছিল চার তরুণী। পিছু ধাওয়া করেছিল এক যুবক। তরুণীদের উদ্দেশ্য করে প্রকাশ্যে রাস্তায় কুরুচিকর অঙ্গভঙ্গি করেছিলেন এক যুবক! সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল বর্ধমান (Bardhaman) শহরে। তদন্তে নেমেছিল পুলিশ। শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হল অভিযুক্তকে। তোলা হল বর্ধমান আদালতে।

ঠিক কী ঘটেছিল?

গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এক ভিডিও। ঘটনাটি ঘটেছিল বর্ধমানের বিবেকানন্দ কলেজ মোড়ে। ভিডিওতে দেখা গিয়েছিল এক ব্যক্তি বাইকে চেপে প্যান্টের চেন খুলে গোপনাঙ্গ দেখিয়ে সামনের টোটোয় থাকা মহিলাদের দেখে বেশ কিছু অশ্লীল আচরণ করছিলেন। ওই ব্যক্তি নিজেকে আড়াল করার জন্য মুখে মাস্ক পড়ে বাইক চালাচ্ছিলেন। এমনকি তার বাইকের নম্বর প্লেটও প্রায় ভাঙা ছিল। কোনো রকমে প্রমাণ স্বরূপ সাহসিকতা দেখিয়ে সেই ভিডিও এক মহিলা রেকর্ড করে তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিল এবং প্রতিবাদস্বরূপ সেই যুবতী থানায় অভিযোগ দায়ের করেছিল ওই ব্যক্তির নামে।

দোষ স্বীকার অভিযুক্তের

এদিকে ভাইরাল ভিডিও নজরে পড়তেই সঙ্গে সঙ্গে তদন্তের জন্য যুবকের খোঁজ শুরু করেছিল বর্ধমান সাইবার থানার পুলিশ। অবশেষে ধরা পড়ে অভিযুক্ত ওই ব্যক্তি। রিপোর্ট অনুযায়ী বাবু বিশ্বাস নামের ওই অভিযুক্তকে গতকাল অর্থাৎ মঙ্গলবার বর্ধমান আদালতে তোলা হয়েছিল। সেখানে অভিযুক্ত আদালতে জানায়, আমি সেদিন একটু নেশা করেছিলাম। মাথা ঠিক ছিল না। আমি ভুল করেছি। আর কোনও দিন করব না। ওরা আমাদের ওখানে পড়তে আসে। আমি ছবি তুলতে বলেনি, ওরাই ছবি তুলেছে।

আরও পড়ুন: “৭০ হাজার না দিলে ছাড়া হবে না গাড়ি!” ঘুষের লালসায় ফাঁসলেন বীরভূমে দুই অফিসার

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তির ভালো নাম সন্তোষ বিশ্বাস, বাড়ি বর্ধমানের নীলপুর শান্তি পাড়া এলাকায়। তাঁর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এই প্রথম নয়, এর আগেও পাড়ার মধ্যেও অনেকের সাথে খারাপ আচরণ করেছেন তিনি। বাড়িতেও নাকি স্ত্রী এবং মেয়েকে মারধর করে সে। ধৃত বাবু বিশ্বাসের পরিবারের তরফে জানানো হয় যে সে দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অসুস্থ। যদিও এই ঘটনায় সমাজে মেয়েদের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। অনেকে বলেন, ওই যুবকের অশ্লীল আচরণের সময় রাস্তায় যথেষ্ট ভিড় ছিল। সকলের নজর এড়িয়ে কীভাবে ওই যুবক এমন অশোভনীয় কাজ করল। পাশাপাশি আবার অনেকেই মন্তব্য করেছিলেন যে ওই যুবক বিকৃতকাম বা মানসিক ভারসাম্য হারিয়েছে। সে কারণেই এমন আচরণ করেছে।

আরওBardhaman
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join