পুজোয় দ্বিগুণ সামগ্রী, অক্টোবরে কোন রেশন কার্ডে কী কী মিলবে? তালিকা দিল সরকার

Published on:

mamata banerjee ration card

শ্বেতা মিত্র: হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন পরেই রয়েছে দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর আবহে সকলের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। বিশেষ করে যাদের কাছে রেশন কার্ড (Ration Card) রয়েছে এবং যারা প্রতি মাসে রেশন তোলেন তাদের জন্য তো রয়েছে একদম সোনায় সোহাগা খবর। আসলে পুজোর মাসে এবার ডবল রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এমনিতে দুর্গাপুজো নিয়ে সকলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সকলেই একদম খুশির মেজাজে রয়েছেন পুজোকে ঘিরে। তবে আবার অনেকেই ইতিমধ্যে ভাবতে শুরু করেছেন যে পুজোর সময় তারা দুবেলাদুমুঠো দুমুঠো  খেতে পারবেন তো? যারা একদম নিম্ন মধ্যবিত্তসীমার নিচে বসবাস করেন তাঁরাই একমাত্র বোঝেন স্ট্রাগল কাকে বলে। তবে আর চিন্তা নেই, পশ্চিমবঙ্গ খাদ্য দফতর থেকে জানানো হয়েছে, পুজোর মাসে বাড়তি রেশন দেওয়া হবে।

পুজোর মাসে মিলবে বাড়তি রেশন

এখনো অবধি বাংলা তথা গোটা দেশে কিছু মানুষ রয়েছেন যারা একবেলা খেলে অন্য বেলা কী খাবেন তা নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করে দেন। যাই হোক সময়ের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষকে বিনামূল্যে রেশন প্রদান করা হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম ঘটবে না। বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে বিনামূল্যে রেশন সামগ্রী লাভ করে থাকেন তাঁদের মুখে হাসি ফুটতে চলেছে। পুজোর মাসে অনেকেই আছেন যারা চাল, গম, তেল থেকে শুরু করে আটা, ময়দা বেশি পরিমাণে পেতে চলেছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

SPHH & PHH Card

আপনার কাছেও কি স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড ও প্রায়োরিটি হাউস হোল্ড এর অন্তর্গত রেশন কার্ড রয়েছে? তাহলে মাথাপিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম করে আটা একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন। আপনি যদি আটা নিতে না চান তাহলে তার বদলে আপনি ২ কেজি চাল ফ্রিতে পাবেন।

RKSY – 1 & RKSY – 2 Card

যারা এই বিশেষ ধরণের কার্ডের উপভোক্তা, তাঁদের রাজ্য খাদ্য দফতরের তরফ থেকে দেওয়া হবে মাথাপিছু ২ কেজি করে চাল বিনামূল্যে।

অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)

আপনার কাছে কি অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় রেশন কার্ড রয়েছে? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। সরকারের তরফে পরিবার পিছু ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা ১৪ কেজি গম, ১ কেজি চিনি একেবারে বিনামূল্যে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group