প্রীতি পোদ্দার: আপাতত গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্য থেকে এ বছরের মতো বর্ষা বিদায় নিয়েছে। হেমন্তের শুষ্ক আবহাওয়ার আগমন ঘটেছে ইতিমধ্যেই। এখন শুধু অপেক্ষা শীতের আমেজের। তাও মাঝরাত এবং ভোরের দিকে শীতল হাওয়ার আমেজ দেখা যাচ্ছে। দিল্লির মৌসমভবন IMD জানিয়েছে, এ বছর দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এবছর কি তবে শীত জব্বেশ পড়বে? এছাড়াও আরো একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটি হল কবে আসবে সবচেয়ে পছন্দের ঋতু শীত?
ইতিমধ্যেই নিম্নচাপের ভ্রুকুটি এখনও কাটেনি রাজ্যে। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে সুস্পষ্ট নিম্নচাপটি এইমুহুর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে। আরও শক্তি বাড়িয়ে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল এর দিকে এগিয়ে যাবে। যা চেন্নাইয়ের কাছাকাছি আগামীকাল সকালের মধ্যে প্রবেশ করবে। এছাড়াও উত্তর বাংলাদেশে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। শুধু তাই নয় অন্ধ্রপ্রদেশ উপকূলের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ আসামে রয়েছে আরও ঘূর্ণাবর্ত। তবে স্বস্তির খবর এই যে এই নিম্নচাপের খুব একটা প্রভাব পড়বে না বঙ্গে। তবে কালীপুজোর মধ্যেই শীতের চাদরে ঢাকতে চলেছে বাংলা!
কালীপুজোতেই বইবে হিমেল হাওয়া!
এর আগেই IMD সূত্রে জানা গিয়েছে, এ বছর লা নিনার প্রভাবে কড়া শীত পড়তে পারে উত্তর ভারতে। আশা করা যাচ্ছে অক্টোবরের শেষ, নভেম্বরের শুরু থেকেই হাওয়ায় বদল আসবে। ফলস্বরূপ, দিল্লি ও রাজধানী সংলগ্ন রাজ্যগুলিতে কড়া ঠান্ডা পড়তে শুরু করে দেবে। অন্যদিকে বঙ্গে কালীপুজো এবং দীপাবলির সময় শুষ্ক এবং হিমেল হওয়া বইবে দক্ষিণের জেলাগুলিতে। তাই এবছর অত্যন্ত মনোরম পরিবেশে কালীপুজো এবং দীপাবলি উদযাপন হবে। তবে আগামী কয়েকদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এরও সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি -এই পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। শুষ্ক আবহাওয়ার শুরু। ধীরে ধীরে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।