বেঙ্গালুরুতে আন্তর্জাতিক (IND vs NZ 1st Test) কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন ভারতীয় ব্যাটসম্যান সরফরাজ খান (Sarfaraz Khan)। তৃতীয় দিনে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তৃতীয় উইকেটে শতরানের জুটি গড়া সরফরাজ চতুর্থ দিনে ঋষভ পন্থের (Rishabh Pant) সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যেতে শুরু করেন। এদিনও শুরু থেকে চালিয়ে খেলতে থাকেন সরফরাজ। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া সরফরাজ দ্বিতীয় ইনিংসে ঘরোয়া ক্রিকেটে তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে সরফরাজকে রাখা হলেও দুই ম্যাচেই খেলার সুযোগ তাঁকে দেওয়া হয়নি। শুভমান গিলের অনুপস্থিতিতে সরফরাজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে জায়গা পেয়েছেন। যদিও প্রথম ইনিংসে তিন বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ফিরে এসে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন।
টেস্টের প্রথম ইনিংসে কোনো রান না করে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন কোনও ভারতীয় ব্যাটসম্যান। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে এই কাজটি করেছিলেন গিল। সরফরাজ দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান যিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে শূন্য এবং একটি সেঞ্চুরি করেছেন।
Maiden Test 💯! 👏 👏
What a cracker of a knock this is from Sarfaraz Khan! ⚡️⚡️
Live ▶️ https://t.co/8qhNBrrtDF#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/UTFlUCJOuZ
— BCCI (@BCCI) October 19, 2024
এর আগে ২০১৪ সালে এই কীর্তি গড়েছিলেন শিখর ধাওয়ান। অকল্যান্ডে অনুষ্ঠিত টেস্টে ধাওয়ান প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ১১৫ রান করেছিলেন। এই নিয়ে ২২তম বার একই টেস্টে কোনো ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়ে পরের ইনিংসে সেঞ্চুরি করলেন।