এল শীত আগমনের বার্তা, দক্ষিণবঙ্গ সহ কলকাতায় কবে থেকে ঠান্ডা, জানাল আবহাওয়া দফতর

Published on:

winter update

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে বহু প্রতীক্ষিত শীতের (Winter) মাস নভেম্বরের আগমন ঘটল। রাজ্যজুড়ে এখনই শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। ঝলমলে পরিষ্কার নীলাভ আকাশ। সঙ্গে হালকা শীতল হাওয়ার শিরশিরানি। এইমুহুর্তে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তাই বলে বৃষ্টি যে পুরোপুরি হাল ছেড়ে দিয়েছে তা নয়। কারণ এখনও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একটু বেশি থাকায় দু, একটা জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চিন্তা নেই। পুজোর আনন্দে একদমই কাঁটা হবে না এই বৃষ্টি। শুধু কালীপুজো নয় ভাইফোঁটাতেও বঙ্গে বৃষ্টির নো এন্ট্রি এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

WhatsApp Community Join Now

শুধু বৃষ্টি নয় শীতের আগমন নিয়েও বড় আপডেট দিল হাওয়া অফিস। এই মুহুর্তে দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় কালীপুজোয় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকলেও, ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার শুরু। তাই সম্ভাবনা রয়েছে এই মাসেই অর্থাৎ নভেম্বরে শীতের আমেজ টের পেতে পারেন শহরবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে আবহাওয়ার বিরাট বদল হতে চলেছে। এইসময় দুর্যোগ বা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কালীপুজো ও দীপাবলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভাইফোঁটায় একেবারে মেঘমুক্ত পরিষ্কার আকাশ এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই ভোরের এবং রাতের দিকে শীতল আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

ভাইফোঁটায় শীতের আমেজ!

চলতি বছর শনি এবং রবিবার দুইদিন পড়েছে ভাইফোঁটা। এদিন শুষ্ক আবহাওয়া, শীতের আভাস দেখা যাবে। মেঘমুক্ত পরিষ্কার আকাশে উৎসব পালন হবে। এসময় থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। এতে আর্দ্রতার অস্বস্তি কমে শীতের আমেজ অনুভব করতে পারবেন বঙ্গবাসী।

উত্তরে বৃষ্টির আমেজ!

অন্যদিকে আজ মাসের শুরুতেই উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি – এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা কমবে সমতলের জেলাগুলিতে। শুষ্ক আবহাওয়া আজ থেকে বিরাজ করবে মালদহ ও দুই দিনাজপুরে এবং জলপাইগুড়িতে।

সঙ্গে থাকুন ➥
X