শ্বেতা মিত্র, কলকাতাঃ স্কুটার প্রেমীদের জন্য রইল দারুণ সুখবর। বিশেষ করে আপনিও যদি বাইকের কেনাকাটার ওপর বিশেষ ছাড়ের জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। বাইকপ্রেমী অথচ Suzuki কোম্পানির বাইক পছন্দ করেন না সেটা তো হতেই পারে না। এমনিতে দীর্ঘ কয়েক বছর ধরে সুজুকির সে চার চাকা হোক কিংবা দু চাকার গাড়ি, বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। বিশেষ করে যারা দু চাকা পছন্দ করেন তাঁদের জন্য Suzuki Access 125 স্কুটারটি একদম পারফেক্ট ম্যাচ যাকে বলে। ক্রমে এই স্কুটারটি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে।
এই জাপানি সংস্থার লঞ্চ করা টু-হুইলারটির পারফরম্যান্স কারও থেকে কম নয়। এছাড়াও সুজুকি অ্যাক্সেস ১২৫ এ অনেক শক্তিশালী ফিচার এবং দুর্দান্ত রেঞ্জ দেখতে পাবেন। এবার এই স্কুটারের এমন এক দাম প্রকাশ্যে আনা হয়েছে যা দেখলে আপনিও হয়তো চমকে যাবেন। আপনিও কি জানতে ইচ্ছুক যে এর দাম কত? তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
স্টাইলিশ ডিজাইন
Suzuki Access 125 -এ নতুন বডি প্যানেলের সাথে একটি রিফ্রেশ লুক দেখতে পাবেন। এতে নতুন হেডলাইট সহ নতুন টেললাইট রয়েছে। এতে রয়েছে ১০ ইঞ্চি চাকা, গ্র্যাব রেল, ফ্রন্ট স্টোরেজ, লম্বা চওড়া সিট। ফেসলিফ্টেড সুজুকি অ্যাক্সেসে ১২৪ সিসি ইঞ্জিন থাকবে যা ৮.৭ পিএস শক্তি এবং ১০ এনএম টর্ক দেবে। এই ইঞ্জিনে রয়েছে সিভিটি গিয়ারবক্স। এই ইঞ্জিনে কোনও পরিবর্তন করা হবে না কারণ এটি ইতিমধ্যে আরও ভাল পারফর্ম করে। এই ইঞ্জিনে ফুয়েল ইঞ্জেকশন প্রযুক্তি রয়েছে। এই স্কুটারের জ্বালানী দক্ষতাও আপনাকে অবাক করে দেবে। Suzuki Access 125 -এ ৫৫ কিলোমিটার প্রতি লিটার করতে পারে।
Suzuki Access 125 দাম
সুজুকি অ্যাক্সেস ১২৫ এর দামের কথায় আসা যাক। ভারতীয় বাজারে এর দাম ৭৯,৯৯৯ টাকা। এছাড়া সুজুকি অ্যাক্সেস ১২৫ এর টপ এন্ড ভেরিয়েন্টের দাম পড়বে প্রায় ৯০,৫০০ টাকা। তবে চিন্তা নেই, আপনি যদি নিজের জন্য একটি ব্র্যান্ড নতুন এবং দুর্দান্ত স্কুটার কেনার কথা ভাবছেন, তবে Suzuki Access 125 অনায়াসেই কিনে নিতে পারেন। কারণ এখন এই স্কুটার কেনা মধ্যবিত্তের জন্য সহজ হয়ে গিয়েছে। অর্থাৎ এই স্কুটারটি সাশ্রয়ী মূল্যের দামে কিনতে পারেন। সবথেকে বড় কথা, আপনার জন্য বাজেটেও না পোষায় তাহলে আপনি এটি হোম প্ল্যানেও পেতে পারেন যেখানে। এর জন্য আপনাকে মাসিক ১১৮৬ টাকা খরচ করতে হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। তাহলে কী ভাবছেন, নাম মাত্র খরচ করে আজই তাহলে ঘরে তুলুন Suzuki Access 125 স্কুটারটি।