বৈশাখী মণ্ডল, কলকাতাঃ শীতকাল কিছু মানুষের কাছে খুব প্রিয় হলেও কিছু মানুষের কাছে অনেক কষ্টের মাস। এই শীতেই কতো মানুষের শরীরে নানান সমস্যা দেখা দেয়। ফলে তারা চায় সবসময় গরমের সংস্পর্শে থাকার। দিনের বেলা রোদ রাস্তায় থাকলেও রাত তাড়াতাড়ি হওয়াতে রাতের বেলা খুব ঠান্ডা হয়ে যায়। ফলে অনেকেই শীত আসতে না আসতেই রুম হিটারের চিন্তা মাথায় আনে। কিন্তু এই দামি দামি রুম হিটার ছাড়াও আপনারা খুব সহজেই ঘর গরম রাখতে পারেন। উপায় জানলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন।
শুধুমাত্র এয়ার কন্ডিশনার ম্যাশিন যেমন গরম কালে আপনার রুম ঠান্ডা রাখে ঠিক তেমনিই শীত কালেও আপনার রুমকে গরম রাখতে সক্ষম। তবে অবশ্যই সব এয়ার কন্ডিশনার না। এখন আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যে সাধারণ এয়ার কন্ডিশনার ম্যাশিন যদি বাইরের ১০ ডিগ্রি আবহাওয়া হয় তবে রুমে সাধারণ এসি ৩০ ডিগ্রিতে রাখতে ঘরের টেম্পারেচার কি গরম হবে। না! কখনোই না। কারণ, সাধারণ এসি শুধুমাত্র ঘর ঠান্ডা রাখার জন্যই তৈরি করা হয়।
সাধারণত এসি গরম বাতাস শোষণ করে এবং ভিতরে ইন্সটল করা রেফ্রিজারেন্ট এবং কয়েলের সাহায্যে প্রক্রিয়াকরণ করে পরে ঠান্ডা বাতাস বের করে। ফলে ঘরের আবহাওয়া শীতল হয়। এক্ষেত্রে ঘরের তাপমাত্রা ১৫ ডিগ্রি আর আপনি এসি ৩০ ডিগ্রিতে চালান তবে আপনার এসির খালি পাখা চালু হবে কম্প্রেসার চালু হয়না।
তবে আপনি যদি হট এন্ড কোল্ড এসি চালান তবেই আপনার ঘর আবহাওয়া অনুযায়ী তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। গরমকালে আপনার ঘরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং আপনি এসিটি ২৫ ডিগ্রিতে সেট করেছেন। সেক্ষেত্রে আপনার এসিটির কম্প্রেসার কাজ করবে এবং আপনার ঘর থেকে গরম বাতাস বেড় করবে। ফলে আপনার ঘরের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। এবং একবার ঘরের তাপমাত্রা ২৫ ডিগ্রি তে নামলে থার্মোস্ট্যাটের সাহায্যে কম্প্রেসার নিজের থেকেই বন্ধ হয়ে যাবে। এমন অবস্থায় শুধুমাত্র এসির ফ্যান চালু থাকবে। তারপর আবার যখন ঘরের তাপমাত্রা ২৫ ডিগ্রির বেশি হবে তখন কম্প্রেসার আবার তাপমাত্রা নিচে নামানোর জন্য কাজ শুরু করবে।
এবার আসি শীতকালে। শীতকালে যদি আপনার ঘরের তাপমাত্রা ১২ ডিগ্রি এবং আপনার এসি ৩০ ডিগ্রিতে রয়েছে। সেক্ষেত্রে এসির কম্প্রেসার চালু হবেনা। এসির ফ্যান খালি চলবে। কারণ ঘরের তাপমাত্রা আগে থেকেই ৩০ ডিগ্রির নীচে। এসির ফ্যান চলার দরুন এখন এটি টেবিল ফ্যানের কাজ করবে। এমন অবস্থায় আপনার ঘর গরমের পরিবর্তে ঠান্ডা হওয়া শুরু করবে। অর্থাৎ ঘর গরম করতে হিটিং পাম্পের ভূমিকা অনেক।
তাহলে গরমে ঘর ঠান্ডা বা ঠান্ডায় ঘর গরম রাখতে হলে আপনাকে অবশ্যই হট এন্ড কোল্ড এসির সাহায্য নিতে হবে। শীত এবং গ্রীষ্ম উভয় ঋতুতেই কাজ করবে এমন এসি কিনতে হবে। হট এন্ড কোল্ড এসি উভয় ঋতুতেই ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে।
গরম এবং ঠান্ডা এসির ক্ষমতা সাধারণত ১.৫ টনের। বর্তমানে বাজারে ৩৫ থেকে ৪৫ হাজারের ভিতর ভালো ভালো এসি পাওয়া যাচ্ছে। আপনি যদি এই শীতেই গরম এবং ঠান্ডা এসি কেনার পরিকল্পনা করে থাকেন তবে অবশ্যই কেনার আগে এই এসির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।
এলজি থ্রি স্টার হট এন্ড কোল্ড ইনভার্টার স্প্লিট এসি
এলজির থ্রি স্টার হট এন্ড কোল্ড ইনভার্টার স্প্লিট এসি অনেক স্মার্ট ফিচার দিয়ে তৈরি করা হয়েছে। শীত গ্রীষ্ম উভয় ঋতুতেই সমান ভাবে ব্যবহার যোগ্য। এটির ক্ষমতা ১.৫ টন। এই হট এন্ড কোল্ড এসিটি ডুয়েল রোটারী মটর সহ আসে। এর দাম আনুমানিক ৪৪ হাজারের ভিতর থাকে।
লয়েড থ্রি স্টার হট এন্ড কোল্ড ইনভার্টার স্প্লিট এসি:
লয়েডের থ্রি স্টার হট এন্ড কোল্ড ইনভার্টার স্প্লিট এসি আপনার জন্য একটা ভালো বিকল্প। এই এসি দশ ধাপে ইনভার্টার প্রযুক্তিতে ডিজাইন করা হয়েছে। এই এসির ইউনিটে কপার কয়েল কনডেন্সার ব্যবহার করা হয়েছে। এর দাম আনুমানিক ৪০ হাজার টাকা মতো।