Indiahood-nabobarsho

খরচ হয়েছে প্রচুর টাকা! DA মামলায় এবার বড় বদল আনছেন সরকারি কর্মীরা? বড় আপডেট

Published on:

da case supreme court

শ্বেতা মিত্র, কলকাতাঃ তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, ডিএ (Dearness Allowance) মামলার শুনানি ইস্যুতে কার্যত সকলের মুখে এই একটাই কথা। মাসের পর মাস বছরে পর বছর কেটে গেল DA মামলার শুনানি নিয়ে শুধুমাত্র খালি হাতে রীতিমতো ফিরতে হচ্ছে বাংলার সরকারী কর্মীদের। কলকাতা হাইকোর্টের গণ্ডি পেড়িয়ে সুপ্রিম কোর্টের দুয়ারে গিয়েছে এই মামলা। যদিও মনের মতো রায় কেউ পাচ্ছেন না। এদিকে এই মামলার রায় বারবার পিছিয়ে যাচ্ছে। জানা গিয়েছে আগামী জানুয়ারি মাসে বাংলার ডিএ মামলার শুনানি রয়েছে দেশের শীর্ষ আদালতে। তবে এরই মাঝে এই বিষয়ে এবার বিশাল বড় মন্তব্য করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি এক ভিডিও বার্তাতে যা বললেন, তা শুনে হয়তো চমকে যাবেন সকলেই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সুপ্রিম কোর্টে ঝুলে DA মামলার শুনানি

জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা ওঠার কথা আছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতারা আশাপ্রকাশ করেছেন যে এবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে। আর এই নিয়ে ১৪ তম শুনানি হবে বলে জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতারা। তবে বাংলার সরকারি কর্মীদের হয়ে সুপ্রিম কোর্টে যে আইনজীবী লড়াই করছেন সেটা কী বদল হচ্ছে? উঠছে প্রশ্ন। বহু সরকারি কর্মচারীই নাকি মামলাকারী সংগঠনের কাছে আইনজীবী বদলের আবেদন জানিয়েছেন।

বদল হবে আইনজীবীর?

টাকার পর টাকা বেরিয়ে যাচ্ছে অথচ সুরাহা মিলছে না! এই অভিযোগ তুলেছেন অনেকেই। ফলে অনেক কর্মচারী নাকি মামলাকারী সংগঠনের কাছে আইনজীবী বদলে আবেদন জানিয়েছেন। তবে এই বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘অনেকেই বলছে অমুক অ্যাডভোকেটকে নিন, অনেকেই বলছেন যে এই মামলা যাঁদের মাধ্যমে আমরা করেছি, তাঁরা কিছু করতে পাবেন না। দেখুন বিষয়টা সেটা না। মামলাটা সরকার নিয়ে গিয়েছে সেখানে। সরকারের বক্তব্য শোনার পরে আমাদের বক্তব্য শুনবে আদালত। এখন তো আমাদের বক্তব্য শুনছেই না আদালত। সরকারের কথা শোনার পর আমাদের কথা শুনলে সেটা ১ থেকে ৩টি শুনানির মধ্যে হতে পারে। সেটা নির্দিষ্ট করে এখন বলা যাবে না।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তিনি আরও জানান, ‘আমাদের মামলা যে আইনজীবীরা চালাচ্ছিলেন, তাঁরাই চালাবেন। আমরা পরিবর্তন করব না। সেই বদল আনার মতো আমাদের ক্ষমতাও নেই। যাঁরা এতদিন মামলাটা চালিয়ে এলেন, তাঁদের বদলে অন্য কোনও আইনজীবী আমরা নিয়োগ করব না। আমাদের তো প্রচুর খরচ হয়ে যাচ্ছে। সেটা আপনারা নিশ্চয় জানেন।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group