শ্বেতা মিত্র, কলকাতাঃ আজ ৯ ডিসেম্বর সোমবার, সিংহ ও তুলা রাশির জাতক-জাতিকারা প্রতিটি কাজে সাফল্য পাবেন। অনেকের ভাগ্যে আজ অর্থলাভের সম্ভাবনা রয়েছে এবং অগ্রগতির সম্ভাবনা রয়েছে। অনেকের ভাগ্য বৃদ্ধি পাবে এবং প্রতিটি পরিকল্পনায় পছন্দসই ফলাফল পাবেন। কেউ কেউ সম্পদ বৃদ্ধির হওয়ার জেরে খুশি হবেন এবং সমস্ত কাজ সম্পন্ন হবে। আবার কিছু রাশির জাতক জাতিকাদের কর্মে উন্নতির সম্ভাবনা রয়েছে। কারো দেখা দিতে পারে শারীরিক সমস্যা। যাইহোক, কেমন যাবে আজকের দিন? চলুন দেখে নেওয়া যাক।
মেষ- এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা উল্লেখযোগ্য হতে চলেছে। নতুন কাজের সন্ধান পেয়ে যেতে পারেন। পরিচিত মহলে আপনার সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। তবে সতর্ক থাকা দরকার।
বৃষ- এই রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের আর্থিক ভাগ্য মধ্যম মানের। টাকার অভাব না থাকলেও আশানুরূপ ভাবে লাভ নাও হতে পারে। বাড়িতে অতিথি আগমনের সম্ভবনা রয়েছে। বাড়িতে আরো বেশি করে সময় দেওয়া উচিৎ।
মিথুন- ভোরের দিকটা কিছুটা অপ্রত্যাশিত ঘটনার সঙ্গে শুরু হতে পারে। প্রকৃতির সঙ্গে আগামী দিনে অনুভূতি আরো বাড়তে পারে। বাড়িতে মোটের ওপর আনন্দের আবহ থাকবে। পাড়ার কোনও ঝুটঝামেলার মধ্যে নিজেকে না জড়ানোই বুদ্ধিমানের কাজ হবে।
কর্কট- আপাততভাবে সময় কঠিন মনে বলেও পরে আপনার মতামত বদল হতে পারে। ক্ষতির কোনো আশঙ্কা মনে রাখবেন না। দুশ্চিন্তা ঝেড়ে ফেলে নিজের কাজের দিকে মন দিন। সময়ের সঙ্গে পরিস্থিতি আপনার আয়ত্তে চলে আসবে।
সিংহ- পড়ুয়াদের আরো মনোযোগী হওয়া দরকার। প্রেম জীবন মধ্যম মানের। গুরুজনের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলুন। অন্য কারো ওপর খুব বেশি নির্ভরশীল না হওয়াই ভালো। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। নতুন উদ্যোম নিয়ে কাজ শুরু করা দরকার।
কন্যা- শিল্পীদের জন্য এই দিনটা ভালো থাকতে চলেছে। নতুন কারো সঙ্গে সাক্ষাতের ফলে উপার্জনের নতুন পথ খুঁজে পেতে পারেন। যারা চাকরি করছেন, তাঁদের চোখ কান সজাগ রাখা দরকার। শত্রুপক্ষের হাত থেকে নিজেকে দূরে রাখুন।
তুলা- নিজের কাজ নিজের হাতে সম্পন্ন করাই সবথেকে ভালো। অতিরিক্ত কোথাও বিনিয়োগ করার আগে বার কয়েক ভেবে দেখুন। নিজের শরীরের প্রতি যত্ন নিন। সন্তানের কেরিয়ার নিয়ে অতিরিক্ত ভাবনা। নিজেকে সময় দিন।
বৃশ্চিক- বাড়িতে অপরিচিত কোনও ব্যক্তির আগমন হতে পারে। প্রেম জীবনে নতুন অধ্যায়। নিজের বুদ্ধির ওপর আস্থা রেখে কাজে এগিয়ে চলুন। খাটনির ফল পাবেন। সাফল্য পাওয়ার জন্য ধৈর্য্য ধরা দরকার।
ধনু- ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। বড় কোনো অর্ডার পেয়ে যেতে পারেন। তবে কিছু বাড়তি খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেহের কোথাও আঘাত পেতে পারেন। সময় বুঝে কাছেপিঠে কোথাও ঘুরে আসতে পারেন।
মকর- কাজের সূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। ঠান্ডা গরমের কারণে কিছুটা কাবু হওয়ার সম্ভবনা রয়েছে। অতিরিক্ত লোভ কিংবা প্রত্যাশা না করাই ভালো। টাকাপয়সা নিয়ে কিছু টানাটানি থাকবে। অতিরিক্ত খরচ এড়াতে পারলে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন।
কুম্ভ- সব বিষয়ে মতামত দিতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। প্রয়োজনের অতিরিক্ত কাজ না করাই ভালো। আপাতত বাড়তি বিনিয়োগের ভাবনা এড়িয়ে চলুনা। অল্পের জন্য আর্থিক ক্ষতির মুখ থেকে ফিরে আসতে পারেন।
মীন- আপাতত ঘুরতে যাওয়ার সম্ভাবনা বাতিল করাই ভালো। জল পথে ভ্রমণ এড়িয়ে চলুন। অন্যকে সাহায্য করার জন্য নির্দ্বিধায় হাত বাড়িয়ে দিন। ব্যবসায় অতিরিক্ত লোক নিয়োগের ব্যাপারে ভাবতে পারেন। অভিজ্ঞ কারও কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আগামী দিনে উন্নতির সম্ভবনা রয়েছে।