অর্দ্র নক্ষত্রে তৈরী শুভ যোগে ভাগ্য খুলবে এই ৫ রাশির, আজকের রাশিফল ১৫ ডিসেম্বর

Published on:

Ajker Rashifal

আজ রবিবার ১৫ ডিসেম্বর পড়েছে। আর আজ আবার অর্দ্র নক্ষত্রে শুভ যোগ মিলিত হয়েছে।এই শুভ যোগের কারণে কর্কট ও সিংহ রাশি সহ ৫ রাশির ভাগ্য উজ্জ্বল হবে। ঈশ্বরের কৃপায় অনেকের পরিকল্পনাগুলি সফল হবে এবং ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ হবে। অনেকের জন্য আজ আবার ভালো টাকা পাওয়ার পথ সুগম হবে। অনেকের পরিকল্পনাগুলি সফল হবে। কিছুজনের দিনটি পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে কাটবে। ফলে চলুন জেনে নেওয়া যাক আজ মেষ রাশি থেকে মীন রাশির জাতক-জাতিকাদের জন্য রবিবার দিনটি কেমন কাটবে।

WhatsApp Community Join Now

মেষ- সপ্তাহের শেষ দিন মোটামুটি ভালো কাটতে চলেছে। ছুটির মেজাজে সকাল কাটাতে পারবেন। তবে একেবারে ঝাড়া হাত পা নাও থাকতে পারেন। দুপুরের পর কারো ফোন কল আপনাকে বিচলিত করতে পারে। নতুন কাজের আগে নিজেকে তৈরি রাখুন।

বৃষ- আপনার জন্য শুভ সময় শুরু হতে চলেছে। রবিবারেও কিছু ভালো খবর পেলেও পেতে পারেন। ব্যবসা সংক্রান্ত কাজে কিছুটা ব্যস্ত থাকবেন। কাজের চাপ কম থাকলেও নিজেকের স্বাস্থ্যর প্রতি আরো যত্ন নেওয়া দরকার।

মিথুন- নতুন কাজের জন্য চেষ্টা চালিয়ে যান। খুব তাড়াতাড়ি সাফল্য পেতে পারেন। নতুন বছরের সঙ্গে পরিবারে আসতে পারে কোনো সুখবর। কোনো আত্মীয়র কাছ থেকে পেতে পারেন নিমন্ত্রণ। শরীর মোটামুটি ভালো থাকবে।

কর্কট- ছুটির দিন হলেও কাজের চাপ থাকবে অন্য দিনের মতোই। সকাল পেতে পারেন জরুরি কোনো খবর। পরিবারের সঙ্গে সদ্বাভ বজায় থাকবে। সঙ্গীর সঙ্গে কাটবে ভালো সময়। বাজেট নিয়ে আরো একটু ভাবনা চিন্তা দরকার। খরচ করুন বুঝেসুঝে।

সিংহ- নিজের আবেগের প্রতি নিয়ন্ত্রণ রাখুন। সময় কঠিন হলেও বিপদ থেকে উদ্ধার পাবেন। সঠিন সময় হয়ে যাবে দরকারী কোনো যোগাযোগ। স্ত্রী ভাগ্য ভালো। বাড়িতে এসে পৌঁছাতে পারে বহু প্রত্যাশিত কোনো সংবাদ।

কন্যা- দূর কোনো আত্মীয়ের সঙ্গে আজ দেখা হয়ে যেতে পারে। নতুন কাজের জন্য পরিচিত কারো সাহায্য নিতে পারেন। টাকা পয়সা নিয়ে টানাটানি থাকলেও কাজ সময় থাকতে শেষ হবে। অবাঞ্চিত খরচ করা থেকে বিরত থাকুন।

তুলা- আধ্যাত্মিক ব্যাপারে নতুন করে উৎসাহ জাগতে পারে। কঠিন সময়ে আরো পরিণত মস্তিষ্কে ভাবতে চেষ্টা করুন। অন্যের আশায় বসে না থেকে নিজের সাহায্য নিজে করার চেষ্টা করুন। দরকার অনুযায়ী গুরুজনদের পরামর্শ নিন।

বৃশ্চিক- শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে। বিপদ ঘনিয়ে আসার আগে ব্যবস্থা নিন। কিছু টাকা পয়সা খরচ হতে পারে। নতুন বছর শুরু হওয়ার আগে দিন কয়েক উত্তেজনার মধ্যে সময় কাটতে পারে।

ধনু- সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাইরের লোকের কাছে আপনার কথার গুরুত্ব বৃদ্ধি পাবে। বড় কোনো দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। সতর্কতা অবলম্বন করে কাজ করুন।

মকর- সঙ্গ দোষের কারণে সমস্যায় পড়তে পারেন। অন্য কারো প্রতি খুব বেশি নির্ভর না হওয়াই ভালো। জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটান। তিনি আপনার প্রচেষ্টার প্রশংসা করতে পারেন।

কুম্ভ- আপনার ব্যয় নিয়ন্ত্রণ করুন। অপ্রয়োজনীয় জিনিসে অর্থ ব্যয় করবেন না। এতে অর্থনৈতিক পরিস্থিতি মজবুত হবে। পারিবারিক জীবনে অর্থহীন তর্ক এড়িয়ে চলুন। সম্পত্তি ক্রয় বা বিক্রির ক্ষেত্রে বিলম্ব হতে পারে। ভ্রমণের সম্ভাবনা। অফিসে টিমের সঙ্গে একসঙ্গে কাজ করলে ইতিবাচক ফলাফল পাবেন। যোগব্যায়াম এবং ধ্যান স্বাস্থ্যের জন্য ভাল হবে।

মীন- আর্থিক বিষয়ে আপনি ভাগ্যবান হবেন। আপনি আধ্যাত্মিক সাধনায় আগ্রহী হবেন। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে। ব্যবসায় লাভ বাড়বে। সম্পত্তি বিক্রি করে অর্থ উপার্জন হবে। পুরনো বিনিয়োগে ভালো রিটার্ন পাবেন। যোগব্যায়াম এবং ধ্যান মানসিক শান্তি এবং সুস্বাস্থ্য আনবে।

সঙ্গে থাকুন ➥
X