২০২৫-এ কবে এবং কতটা DA বাড়াবে সরকার, দেখে নিন সহজ হিসেব

Published on:

government employee dearness allowance

শ্বেতা মিত্র, কলকাতাঃ ২০২৪ সাল শেষ হওয়ার মুখে। অর্থাৎ ২০২৫ সালের আগমন নিয়ে ইতিমধ্যেই কাউন্ডডাউন শুরু হয়ে গিয়েছে সকলের। এদিকে নতুন বছরের জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী। কারণ সকলেই মুখিয়ে রয়েছেন কেন্দ্রের এক সিদ্ধান্তের দিকে যা সকলের জীবন বদলে দিতে পারে বৈকি। এই অপেক্ষা হল মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness allowance)- র। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পরবর্তী মহার্ঘ ভাতা সংশোধন ২০২৫ সালের জানুয়ারিতে হওয়ার কথা। তবে, এই বিষয়ে ঘোষণায় কিছুটা সময় লাগতে পারে বলে খবর। অর্থাৎ কিছুটা সময় আরও অপেক্ষা করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। নিশ্চয়ই ভাবছেন কেন? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

DA নিয়ে বড় আপডেট

WhatsApp Community Join Now

সরকার DA সংশোধনের চূড়ান্ত গণনায় পৌঁছানোর জন্য ডিসেম্বর মাস পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (এআইসিপিএন) সংখ্যার জন্য অপেক্ষা করবে। প্রশ্ন উঠছে, ২০২৫ সালের জানুয়ারিতে ডিএ বৃদ্ধির ঘোষণা কবে করবে সরকার? বর্তমান সময়ে কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। আগামী দিনে এই মহার্ঘ ভাতার পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে বলে খবর। সরকারি নিয়ম অনুযায়ী, জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর, এই সময়ের মধ্যে কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বছরে দু’বার ডিএ-ডিআর বৃদ্ধির কথা ঘোষণা করে কেন্দ্র।

ডিএ গণনার জন্য একটি বিশেষ সংখ্যা বা সূচকের প্রয়োজন হয়। সরকার সাধারণত ছয় মাসের এআইসিপিআইএন তথ্যের চূড়ান্ত গণনা পাওয়ার পরে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। উদাহরণস্বরূপ, এখনও পর্যন্ত, ২০২৪ সালের জুলাই-অক্টোবরের তথ্য মিলেছে যা যথেষ্ট নয় ডিএ বৃদ্ধির জন্য। ডিএ বৃদ্ধির হিসাব করার জন্য, সরকারেরও এখনো অবধি নভেম্বর এবং ডিসেম্বরের সংখ্যার প্রয়োজন। এই হিসেবটা হাতে পেলেই সরকার কাজ কিছুটা এগোতে পারবে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ডিসেম্বরের তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সরকার দুই মাসের ব্যবধানে ছয় মাসের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করে এবং কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া বেতন দেয়।

৫৩% হারে মিলছে DA

জুলাই-ডিসেম্বর সময়কালের জন্য ডিএ বৃদ্ধি এই বছরের অক্টোবরে ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তী ঘোষণাটি ২০২৫ সালের মার্চ মাসে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৪ সালে হোলি উৎসবের আগে মার্চ মাসে ডিএ বৃদ্ধির ঘোষণাও করা হয়েছিল। চলতি বছরের ৬ মার্চ মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এর পরে অক্টোবরে আরও ৩% বৃদ্ধি পেয়েছিল। ফলে এখন সকলের ডিএ-র পরিমাণ ৫৩%।

২০২৫ সালে কতটা ডিএ বাড়বে?

আগেই বলা হয়েছে, এআইসিপিআইএন-এর তথ্যের ভিত্তিতে ডিএ বাড়ানো হয়। ২০২৪ সালের অক্টোবরের মধ্যে, AICPIN সূচক ১৪৪. ৫-এ পৌঁছেছিল, যা মহার্ঘ ভাতা ৫৫.০৫% এ ঠেলে দিতে পারে। আশা করা হচ্ছে যে নভেম্বর ও ডিসেম্বরে AICPIN সূচক ১৪৫.৩ এ পৌঁছাতে পারে। এর ফলে ২০২৫ সালের জানুয়ারিতে মহার্ঘ ভাতা বেড়ে ৫৬% হতে পারে৷ যদি কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের জানুয়ারির ডিএ ৩% বৃদ্ধি করে, তবে ন্যূনতম বেতন ৫৪০ টাকা বাড়বে, কারণ কেন্দ্রীয় কর্মীদের জন্য বর্তমান ন্যূনতম বেসিক বেতন ১৮,০০০ টাকা। একইভাবে, পেনশনভোগীদের জন্য বর্ধিত হবে ২৭০ টাকা, কারণ বর্তমানে কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য ন্যূনতম পেনশন ৯,০০০ টাকা।

সঙ্গে থাকুন ➥
X