Indiahood-nabobarsho

২ বা ৩% নয়, বড়দিনের আগে আচমকাই ৭ থেকে ১২% DA বৃদ্ধির ঘোষণা সরকার

Published on:

government employee

শ্বেতা মিত্রঃ ২০২৪ সাল শেষ হওয়ার আগে সকলের দাবি মেনে নিল রাজ্য সরকার। শেষমেষ এক ধাক্কায় বেশ খানিকটা ডিএ (Dearness allowance) বাড়ানোর ঘোষণা করা হল। এক বা দুই নয়, এক ধাক্কায় ৭ শতাংশ অবধি DA বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এর জেরে উপকৃত হবেন কর্মরত লক্ষ লক্ষ সরকারি কর্মী। যতদূর জানা যাচ্ছে, ক্যাবিনেট পঞ্চম কেন্দ্রীয় বেতন স্কেল প্রাপ্ত কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করেছে। এছাড়া ষষ্ঠ কেন্দ্রীয় বেতন স্কেল প্রাপ্ত পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৭ শতাংশ বৃদ্ধি করেছে। আরও বিশদে জানতে পড়ে ফেলুন আজকের এই আর্টিকেলটি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

৭ শতাংশ DA বাড়ল সরকারি কর্মীদের

আপনি যদি ভেবে থাকেন বাংলার সরকার এই ঘোষণা করেছে তাহলে ভুল ভাবছেন। আসলে বছর শেষ হওয়ার আগে কপাল খুলে গেছে বিহার সরকারের অন্তর্গত কর্মরত সরকারি কর্মীদের। জানা গিয়েছে, পঞ্চম বেতন স্কেলে পেনশনভোগীরা ৪৪৩ শতাংশের জায়গায় ৪৫৫ শতাংশ এবং ষষ্ঠ কেন্দ্রীয় বেতন স্কেলে পেনশনভোগীরা ২৩৯ শতাংশের জায়গায় ২৪৬ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন। এই নিয়ম কার্যকর হবে ১ জুলাই, ২০২৪ থেকে।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় মোট ৪৩টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ডিএ-র পাশাপাশি এক ধাক্কায় আরও কিছু সিদ্ধান্ত নিয়েছে নীতীশ কুমারের ক্যাবিনেট। এর ফলে উপকৃত হবেন রাজ্যবাসী।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবন তৈরির জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ

রাজ্যের আড়াই হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র নতুন ভবন পাবে। আর রাজ্য সরকার ভবন নির্মাণ কাজের জন্য ১২ লক্ষ টাকা খরচ করবে। ২,৫০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মাণের জন্য ৩০০ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ৩০০ কোটি টাকার মধ্যে ২৫৫ কোটি টাকা ঋণ নেবে নাবার্ডের কাছ থেকে। যেখানে রাজ্য প্রধানের কাছ থেকে ৪৫ কোটি টাকা ব্যয় করা হবে।

বাণিজ্যিক কর বিভাগ দ্বারা কাটা ৯৩.৩৯ কোটি টাকা অনুদান হিসাবে রাজ্যে কর্মরত পৌরসভা সংস্থাগুলির মধ্যে জনসংখ্যার ভিত্তিতে বিতরণ করা হবে। এই অর্থ উন্নয়ন কাজে ব্যয় করা যাবে। একইভাবে, ২০২৪-২৫ সালে কাউন্সিল পাটনায় অতিরিক্ত কক্ষের জন্য ৩৪.২৬ কোটি টাকা দেওয়ার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group