‘১ জানুয়ারি থেকে DA পাওয়ার আর সম্ভাবনা নেই’, নয়া তথ্য দিলেন সরকারি কর্মীদের নেতা

Published on:

govt employees

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা (Dearness allowance) পাচ্ছেন। কিছুদিন আগেই ৩ শতাংশ হারে DA বাড়ানো হয়েছিল। চলতি বছরের শুরুর দিকে কেন্দ্রীয় সরকার নিয়ম অনুযায়ী ৪ শতাংশ DA বাড়িয়ে ছিল। তখন DA ছিল ৫০ শতাংশ। কিন্তু রাজ্য সরকারের কর্মীদের তখন শুধুমাত্র বাড়ানো হয়েছিল ৪ শতাংশ। পরে আর DA এর পরিমাণ বাড়ানো হয়নি। তাই বর্তমানে এখনও রাজ্য সরকারের কর্মীরা ১৪ শতাংশ হারে DA পাচ্ছে। তবে আশা ছাড়েনি কর্মীরা। তাঁদের বিশ্বাস ছিল পরের বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারিতেই বাড়বে DA এর পরিমাণ। আশা ছিল অ্যালেন পার্কেই হবে এর ঘোষণা। কিন্তু সেই আশাতেই জল ঢেলে দিল সরকার।

পরের বছর জানুয়ারিতেই বাড়বে DA এর পরিমাণ?

WhatsApp Community Join Now

গতবার অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনার মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার কোনো ঘোষণাই করলেন না মুখ্যমন্ত্রী। যদিও একাংশের ধারণা, অ্যালেন পার্ক থেকে মুখ্যমন্ত্রী DA বৃদ্ধির ঘোষণা না করলেও নতুন বছরের প্রথম দিন থেকেই বর্ধিত হারে মহার্ঘ ভাতা কার্যকর করতে পারে। কারণ অনেক সময়ই এরকম হয় যে পরে DA বৃদ্ধির ঘোষণা করা হয়। কিন্তু কার্যকর হয় আগে থেকেই। আসলে এই একই পদ্ধতি কেন্দ্রীয় সরকার অবলম্বন করে থাকে। শেষবার যখন DA বৃদ্ধি করা হয়েছিল তখন অক্টোবরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়। যদিও সেটা কার্যকর হয়েছে জুলাই থেকে।

বাজেটেই ঘোষণা হবে বর্ধিত DA এর পরিমাণ

তবে এই ব্যাপারে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এর মতামত অন্য। তিনি জানিয়েছেন, ‘২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ডিএ পাওয়ার আরও সম্ভাবনা নেই’। কিন্তু তবুও একটি মহলের আশা, ২০২৫ সালের রাজ্য বাজেটে আরও একবার DA বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। কারণ এর আগে ২০২৩ এবং ২০২৪ সালের বাজেটের সময় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। এবারও সেদিকে তাকিয়ে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

অন্যদিকে AICPI সূচকের তথ্য অনুসারে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ফের ৩ শতাংশ বৃদ্ধি পাবে। বর্তমান প্রবণতা অনুসারে, ৩ শতাংশ বাড়লে মহার্ঘ ভাতা ৫৬ শতাংশে পৌঁছাবে। বরাবর AICPI সূচক দেশের মুদ্রাস্ফীতি এবং পণ্যের দামের পরিবর্তনগুলি ট্র্যাক করে। এখনও পর্যন্ত জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর ২০২৪-এর পরিসংখ্যান ঘোষণা করা হয়েছে। অক্টোবরের সর্বশেষ তথ্য অনুসারে, সূচকটি ১৪৪.৫ পয়েন্টে পৌঁছেছে।

সঙ্গে থাকুন ➥
X